ফিলিস্তিনের পতাকা সরানোর নির্দেশ ইসরায়েলের

  বিশেষ প্রতিনিধি    09-01-2023    180
ফিলিস্তিনের পতাকা সরানোর নির্দেশ ইসরায়েলের

পশ্চিম উপত্যকায় ফিলিস্তিনি পতাকা হতে এক যুবক। ফাইল ছবি: রয়টার্স

জনসমাগম স্থান থেকে ফিলিস্তিনের পতাকা সরানোর নির্দেশ দিয়েছেন ইসরায়েলের নতুন ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গ্যাভির। রবিবার (৮ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ফিলিস্তিনের পতাকা জনসমাগম স্থানে থাকা ইরসায়েলি আইনের লঙ্ঘন নয়। তবে জনশৃঙ্খলার জন্য হুমকি রয়েছে, এমন মনে হলে তা সরিয়ে ফেলার অধিকার রয়েছে সেনাদের।

কট্টর উগ্র ডানপন্থি দলগুলোকে নিয়ে জোট বেঁধে তৃতীয় মেয়াদে আবারও ক্ষমতায় এসেছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার নতুন সরকারে একটি অতি-জাতীয়তাবাদী দলের প্রধান হিসেবে রয়েছেন বেন-গ্যাভির।

১৯৮৩ সালে একজন ইসরায়েলি সেনাকে অপহরণ ও হত্যার দায়ে দোষী সাব্যস্ত দীর্ঘদিনের ফিলিস্তিনি বন্দী গত সপ্তাহে মুক্তি পান। তিনি উত্তর ইসরায়েলে তার গ্রামে স্বাগত জানানোর সময় ফিলিস্তিনি পতাকা উড়ান।

এ প্রসঙ্গে বেন গ্যাভির এক বিবৃতিতে বলেন, ফিলিস্তিনের পতাকা উড়ানো সন্ত্রাসী কার্যক্রমে সমর্থনের বলে গণ্য হবে। এটা হতে পারে না, আইন ভঙ্গকারীরা সন্ত্রাসবাদী পতাকা নেড়ে সন্ত্রাসবাদকে উসকে দেয় এবং উৎসাহিত করে। এ অবস্থায় সন্ত্রাসবাদকে সমর্থনকারী পতাকাগুলো সরানো এবং ইসরায়েলের বিরুদ্ধে উসকানি বন্ধের নির্দেশ দিয়েছি।

আন্তর্জাতিক-এর আরও খবর