জাতিসংঘে তিন সংস্থার ভাইস প্রেসিডেন্ট হলেন মুহাম্মদ আবদুল মুহিত

  বিশেষ প্রতিনিধি    12-01-2023    166
জাতিসংঘে তিন সংস্থার ভাইস প্রেসিডেন্ট হলেন মুহাম্মদ আবদুল মুহিত

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত নিউইয়র্কে অনুষ্ঠিত ইউএনডিপি, ইউএনএফপিএ ও ইউএনওপিএসের নির্বাহী বোর্ডের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার (১১ জানুয়ারি) ২০২৩ সালের জন্য তাকে ওই পদে নির্বাচিত করা হয়েছে।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন জানায়, জাতিসংঘে কেনিয়ার রাষ্ট্রদূত বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হন। অন্য ভাইস প্রেসিডেন্টরা হলেন- কোস্টারিকা, ইউক্রেন ও তুরস্কের রাষ্ট্রদূত।

আরো বলা হয়, এর মাধ্যমে বাংলাদেশকে বোর্ডের অন্যান্য সদস্য এবং জাতিসংঘের এই তিনটি গুরুত্বপূর্ণ অঙ্গের নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে এবং তাদের কাজের কৌশলগত দিকনির্দেশনা প্রদান করতে সক্ষম করবে।

উল্লেখ্য, রাষ্ট্রদূত মুহিত জাতিসংঘ শান্তি বিল্ডিং কমিশনের বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি গত বছর জাতিসংঘ নারীদের নির্বাহী বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন

জাতীয়-এর আরও খবর