প্রাণচাঞ্চল্যে মেতেছিল কক্সবাজার সিটি কলেজ পরিবার!

  বিশেষ প্রতিনিধি    21-01-2023    174
প্রাণচাঞ্চল্যে মেতেছিল কক্সবাজার সিটি কলেজ পরিবার!

একটানা কর্মময় দিনগুলোর মাঝে একটু প্রকৃতির ছোঁয়ায় হারিয়ে যেতে কে না চায়! প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় একান্তই নিজের। এবং তারই প্রেক্ষিতে দীর্ঘ অপেক্ষার পর “এসো মিলি প্রাণের উচ্ছ্বাসে, পাহাড়-সাগর যেখানে আছে মিশে” শ্লোগান ধারণ করে আবারও প্রাণচাঞ্চল্যে মেতেছে দক্ষিণ চট্টগ্রামের অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান কক্সবাজার সিটি কলেজ পরিবার। গতকাল শুক্রবার (২০ জানুয়ারি) কক্সবাজার মেরিন ড্রাইভ সংলগ্ন ইনানীর সী ক্র‍্যাব রেস্টুরেন্টে আয়োজিত এই পিকনিকে কক্সবাজার সিটি কলেজের প্রায় চার শতাধিক শিক্ষক , কর্মচারী ও তাদের পরিবার পরিজন স্বতঃস্ফূর্ত অংশ নেন।

একপাশে পাহাড় আর চিরসবুজ বনভূমি আর অন্যপাশের বিশাল সমুদ্রের মাঝেই হওয়া এই মিলনমেলার পুরো সময়জুড়ে ছিল উৎসবের আমেজ।

কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্য থিং অং বলেন, করোনা অতিমারির দীর্ঘ সময় পর এই বার্ষিক পিকনিক খুবই গুরুত্বপূর্ণ ছিল। সেই সাথে শিক্ষার্থীদের পাঠদান আরও বেগবান ও সহকর্মীদের কাজের ক্ষেত্রে উজ্জীবিত করতেই এই আয়োজন।

এছাড়াও উচ্ছ্বাস প্রকাশ করেন কক্সবাজার সিটি কলেজের গভর্ণিং বডির সভাপতি পাবলিক প্রসিকিউটর এড. ফরিদুল আলম সহ অন্যান্য অতিথিরা।

পিকনিক বাস্তবায়ন কমিটির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, করোনা মহামারীর পর বহুল প্রতিক্ষিত এই বার্ষিক পিকনিককে কক্সবাজার সিটি কলেজের সবচেয়ে বড় পিকনিক। পাশাপাশি এই বার্ষিক পিকনিক বাস্তবায়নে সহযোগিতার জন্য অধ্যাপক সহিদা খানম এলি, অধ্যাপক জুলফিকর আলী, অধ্যাপক ড. নাছির উদ্দীন, অধ্যাপক মনিকা বড়ুয়া, অধ্যাপক মেঘলা দেব, অধ্যাপক নুরুল আবছার, অধ্যাপক আরজু, অধ্যাপক পবন পাল, অধ্যাপক শামীম রেজা, অধ্যাপক জোহারিন, অধ্যাপন তৌহিদ, অধ্যাপক জাহাঙ্গীর আলম, অধ্যাপক ইমরাম হোসেন, অধ্যাপক সানাউল হক, অধ্যাপক ঐন্দ্রিলা দত্ত, গ্রন্থগার বিজ্ঞান প্রভাষক আব্দুল মান্নান ও শরীরচর্চা শিক্ষক রহমত উল্লাহসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে ছোটদের বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং মধ্যাহ্নভোজের পর বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ মাতিয়েছেন বিভিন্ন শিক্ষক, শিক্ষক দম্পতি ও অন্যান্য অতিথিরা। পরে প্রতিযোগিতায় বিজয়ী ও অংশ নেয়া সকলকেই দেয়া হয় পুরষ্কার।

এদিকে উৎসবমুখর এই বার্ষিক পিকনিকের পুরষ্কার বিতরণের এক পর্বে করোনা মহামারীর পর বিবাহবন্ধণে আবদ্ধ হওয়া সকল শিক্ষকদের কলেজের পক্ষ থেকে দেয়া হয় বিশেষ উপহার।

দক্ষিণ চট্টগ্রামের স্মার্ট কলেজ হিসেবে পরিচিত কক্সবাজার সিটি কলেজের এই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ অধ্যাপিকা এথিন রাখাইন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ পরীক্ষা নিয়ন্ত্রক মামুনুর রশিদ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আঞ্চলিক পরিচালক শ্যামরঞ্জন কর্মকার, কক্সবাজার সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক কামরুল হাসান, বর্তমান অধ্যক্ষ অধ্যাপক গিয়াস উদ্দীন, ইঞ্জিনিয়ার বদিউল আলম, গভর্নিং বডির সদস্যবৃন্দ, কলেজের সকল বিভাগীয় প্রধান, অধ্যাপকবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবার পরিজন।

শিক্ষা ও স্বাস্থ্য-এর আরও খবর