বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা

  বিশেষ প্রতিনিধি    27-02-2023    182
বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা

মার্ক ট্রেভর টেজিয়ের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রেসিডেন্ট। তার জন্ম ১৯৫৯ সালের ১৮ ডিসেম্বর। তিনি কানাডিয়ান-আমেরিকান নিউরোসায়েন্টিস্ট- যিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ১১তম ও বর্তমান প্রেসিডেন্ট। এর আগে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সান ফ্রান্সিসকো এবং নিউইয়র্ক সিটির রকফেলার বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ছিলেন। তিনি জেনেনটেকের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও এক্সিকিউটিভ ভাইস চ্যান্সেলর ছিলেন এবং কিউর আলঝেইমার ফান্ডের বৈজ্ঞানিক উপদেষ্টা বোর্ডের সদস্য। তিনি ডেনালি থেরাপিউটিকস ও রেজেনারন ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদের পাশাপাশি ডেনালি থেরাপিউটিকস এবং অ্যাজিওস ফার্মাসিউটিক্যালসের বৈজ্ঞানিক উপদেষ্টা বোর্ডে রয়েছেন। তবে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে ২০০১ থেকে ২০০৮ সালের মধ্যে প্রকাশিত কিছু নিবন্ধন ও ফলাফল জালিয়াতিতে টেসিয়ার-লাভিনের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ ওঠে।

প্রফেসর মার্ক স্কট এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ২০২১ সালে তিনি বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিযুক্ত হন। তিনি দক্ষ যোগাযোগকারী। তার নেতৃত্বের বিশেষ রেকর্ডের মধ্যে রয়েছে এবিসির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে এক দশক কাজ করাÑ যেখানে ডিজিটাল যুগে একটি পাবলিক ব্রডকাস্টার হিসেবে নেতৃত্ব দিয়েছেন। ওই সময়ের মধ্যে এবিসি রারবি, নিউজ২৪, এবিসি৩ এবং ডিজিটাল রেডিওর মতো নতুন পরিষেবা তৈরি করেছেন। দ্য সিডনি মর্নিং হেরাল্ডের শিক্ষা সম্পাদক এবং মেট্রোপলিটন, আঞ্চলিক ও সম্প্রদায়ের সংবাদপত্রের প্রধান সম্পাদকসহ ফেয়ারফ্যাক্সে বেশ কয়েকটি সিনিয়র সম্পাদকীয় ভূমিকা পালন করেছেন তিনি।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয় অ্যান্থনি নাইজেল স্ট্যানলি ফ্রিলিং একাধারে ব্রিটিশ ব্যবস্থাপনা পরামর্শক, বিপণন বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয় প্রশাসক ও শিক্ষাবিদ। তার জন্ম ১৯৫৬ সালের ৬ আগস্ট। ২০২২ সালের অক্টোবর থেকে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত কেমব্রিজের হিউজ হলের প্রেসিডেন্ট ছিলেন। তিনি ফ্রিলিং লন্ডনে জন্মগ্রহণ করেন এবং ড. পল ও শার্লি ফ্রিলিংয়ের পুত্র। হ্যাবারডাশার্স অ্যাস্ক স্কুল, এলস্ট্রি ও সেন্ট জনস কলেজে পড়াশোনা করেন। এখান থেকে তিনি ১৯৭৮ সালে গণিতে প্রথম শ্রেণির বিএ ডিগ্রি, ১৯৮০ সালে কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং ও অপারেশনাল রিসার্চে এমফিল এবং ম্যানেজমেন্ট স্টাডিজে পিএইচডি ডিগ্রি অর্জন করেন ১৯৮৫ সালে। ২০২২ সালে তাকে সেন্ট জনস কলেজের অনারারি ফেলো করা হয়। ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত ফ্রিলিং কেমব্রিজের হিউজ হলের সিটি ফেলো ছিলেন। ২০১৩ সালের ডিসেম্বরে তিনি হিউজ হলের প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং ২০১৪ সালের ১ অক্টোবর আট বছরের জন্য নিয়োগ গ্রহণ করেন। পরে ২০২২ সালের মে মাসে জানা যায় ফ্রিলিং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর হতে চলেছেন তিনি।

ইম্পেরিয়াল কলেজ লন্ডন প্রফেসর হিউ ব্র্যাডি ইম্পেরিয়াল কলেজ লন্ডনের প্রেসিডেন্ট। ২০২২ সালের আগস্টে তার নিয়োগের আগে ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও প্রেসিডেন্ট এবং ২০০৪ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইউনিভার্সিটি কলেজ ডাবলিনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। প্রফেসর ব্র্যাডি জেনারেল মেডিসিন ও নেফ্রোলজিতে প্রশিক্ষিত এবং রেনাল ফিজিওলজি ও আণবিক ওষুধে গবেষণার জন্য পিএইচডি এবং এমডি ডিগ্রি লাভ করেন। একজন চিকিৎসক-বিজ্ঞানী হিসেবে তার একাডেমিক কর্মজীবনে হার্ভার্ড মেডিক্যাল স্কুল, টরন্টো বিশ্ববিদ্যালয় ও ইউসিডিতে ছিলেন। তিনি রেনাল প্রদাহ ও ডায়াবেটিক কিডনি রোগের প্যাথোজেনেসিসের ইন্টারন্যাশনাল অথোরিটি। তিনি কুইন্স ইউনিভার্সিটি বেলফাস্ট থেকে অনারারি ডক্টরেট অব সায়েন্স, আয়ারল্যান্ডের রয়্যাল কলেজ অব অ্যানেসথেটিস্ট থেকে অনারারি ফেলোশিপ ও মেলবোর্ন ইউনিভার্সিটি থেকে রবার্ট মেনজিস মেডেল অর্জন করেন।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ক্যাথারিন ড্রু গিলপিন ফাউস্ট হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। তার জন্ম ১৯৪৭ সালের ১৮ সেপ্টেম্বর। তিনি আমেরিকান ইতিহাসবিদ ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রেসিডেন্ট ছিলেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এই ভূমিকা পালনকারী প্রথম নারী তিনি। ১৬৭২ সালের পর থেকে তিনি হার্ভার্ডের প্রথম নারী প্রেসিডেন্টÑ যিনি হার্ভার্ড থেকে কোনো ধরনের গ্র্যাজুয়েশন সম্পন্ন করেননি।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় রোনাল্ড জোয়েল ড্যানিয়েলস বর্তমানে জনস হপকিন্স ইউনিভার্সিটির প্রেসিডেন্ট। তিনি ২০০৯ সালের ২ মার্চ এ পদটি গ্রহণ করেন। এই পদে তার মেয়াদ দুইবার বৃদ্ধি করা হয়েছে এবং বর্তমান মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত চলবে। এর আগে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট ও প্রভোস্ট ছিলেন এবং ইউনিভার্সিটি অব টরন্টো ফ্যাকাল্টি অব ল’র ডিন ছিলেন। ১৯৮২ সালে তার বিএ সম্পন্ন হয় এবং টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে যে.ডি অর্জন করেন ১৯৮৬ সালে। তিনি ইয়েল ল’ স্কুল থেকে এলএলএম অর্জন করেন ১৯৮৮ সালে।

ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া পিটার এইচ গারল্যান্ড পেনসিলভানিয়া স্টেট সিস্টেম অব হায়ার এডুকেশনের এক্সিকিউটিভ ভাইস চ্যান্সেলর। এখানে নীতি ও পরিকল্পনার সহকারী চ্যান্সেলর এবং একাডেমিক ও ছাত্রবিষয়ক উপাচার্য হিসেবেও কাজ করেছেন। ২০১৩ সালের ১ মার্চ থেকে শুরুর সাত মাস পর থেকে ভারপ্রাপ্ত চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পেন্সিলভানিয়া স্টেট বোর্ড অব এডুকেশনের নির্বাহী পরিচালক, পেন্সিলভানিয়া ডিপার্টমেন্ট অব এডুকেশনের উচ্চশিক্ষার সহকারী কমিশনার ও উচ্চশিক্ষার ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া দ্য পেন্সিলভানিয়া স্টেট ইউনিভার্সিটি ও ভার্জিনিয়ার দ্য কলেজ অব উইলিয়াম অ্যান্ড মেরিতে ছাত্রবিষয়ক প্রশাসনে পদে অধিষ্ঠিত ছিলেন। পেন জিএসইর একজন প্রভাষকÑ যেখানে তিনি উচ্চশিক্ষার মাস্টার্স ও এক্সিকিউটিভ ডক্টরাল প্রোগ্রামে পড়ান।

ইউনিভার্সিটি অব টরন্টো শেরিল রেগেহর টরন্টো বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট ও প্রভোস্ট। তিনি সাবেক ভাইস প্রভোস্ট একাডেমিক প্রোগ্রাম ও ফ্যাক্টর ইনভেনটাশ ফ্যাকাল্টি অব সোশ্যাল ওয়ার্কের সাবেক ডিন, সোশ্যাল ওয়ার্ক অনুষদের অধ্যাপক এবং টরন্টো বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ও ইনস্টিটিউট ফর মেডিক্যাল সায়েন্সে ক্রস অ্যাপয়েন্টমেন্ট করেছেন। তিনি ম্যাসি কলেজের সিনিয়র ফেলো এবং কিংস কলেজ লন্ডনে (ইউকে) স্বাস্থ্য ও সামাজিক যত্ন কর্মশক্তিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ রিসার্চ (এনআইএইচআর) পলিসি রিসার্চ ইউনিটের ভিজিটিং প্রফেসর।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তার পুরো নাম আইরিন মেরি কারমেল ট্রেসি। তিনি জন্মগ্রহণ করেন ১৯৬৬ সালের ৩০ অক্টোবর। এই বিশ্ববিদ্যালয় যাত্রা শুরুর পর থেকে আইরিন ট্রেসির আগে আরও ২৭২ জন ভাইস চ্যান্সেলর কাজ করে গেছেন। ট্রেসি এই বিশ্ববিদ্যালয়ের ২৭৩তম উপাচার্য ও দ্বিতীয় নারী ভাইস চ্যান্সেলর। তিনি ক্লিনিক্যাল নিউরোসায়েন্সেসের নুফিল্ড ডিপার্টমেন্টের অ্যানেসথেটিক নিউরোসায়েন্সের অধ্যাপক ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর। তিনি অক্সফোর্ড সেন্টার ফর ফাংশনাল ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং অব দ্য ব্রেইনের (এফএমআরআইবি) সহ-প্রতিষ্ঠাতা। তিনি ও তার দল ব্যথার স্নায়ুবিজ্ঞানের ওপর কাজ করেছেন, বিশেষ করে ব্যথার উপলব্ধি এবং অ্যানালজেসিয়া এবং চেতনার পরিবর্তিত অবস্থা কীভাবে চেতনানাশক তৈরি করেÑ এসব বিষয়ের ওপর কাজ করেছেন। ট্রেসি অক্সফোর্ডের র‌্যাডক্লিফ ইনফার্মারিতে জন্মগ্রহণ করেন। প্রথমে সেন্ট থমাস মোর আরসি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন। পরে গসফোর্ড হিল স্কুলে পড়েন। এরিক নিউজহোলমে ও জর্জ রাড্ডার তত্ত্বাবধানে অক্সফোর্ডের মার্টন কলেজে তার গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। তিনি গিবস পুরস্কার জিতে জয়েন্ট টপ ফার্স্ট ক্লাস ডিগ্রি নিয়ে গ্র্যাজুয়েট হন।

ইউনিভার্সিটি অব মেলবোর্ন ইউনিভার্সিটি অব মেলবোর্নের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডানকান মাসকেল। তিনি এই বিশ্ববিদ্যালয়ের ২০তম উপাচার্য। ২০১৮ সালের ১ অক্টোবর থেকে এই দায়িত্ব পালন করে আসছেন। এর আগে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রো-ভাইস চ্যান্সেলর ছিলেন। তিনি ইউরোপের বৃহত্তম একাডেমিক উন্নয়ন কর্মসূচির কেন্দ্রবিন্দুতেও কাজ করেছেন। তিনি কেমব্রিজ স্নাতক ও সংক্রামক রোগের গবেষণা বিশেষজ্ঞ। তার কর্মজীবনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ইম্পেরিয়াল কলেজ লন্ডন এবং ওয়েলকাম বায়োটেক অন্তর্ভুক্তি রয়েছে।

আন্তর্জাতিক-এর আরও খবর