টেকনাফে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ে মাঠে প্রশাসন, জরিমানা আদায়

  বিশেষ প্রতিনিধি    26-03-2023    171
টেকনাফে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ে মাঠে প্রশাসন, জরিমানা আদায়

কক্সবাজারের টেকনাফে রমজানের প্রথম দিনে বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় মূল্য তালিকা না থাকা, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি ও মেয়াদোত্তীর্ণ পণ্য সামগ্রী মজুদ রাখার দায়ে ৪টি প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার জরিমানা আদায় এবং অপর এক দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় তা জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

শুক্রবার(২৩ মার্চ) বিকেলে টেকনাফ পৌরসভার উপরের বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল এবং ব্যবসায়ীদের করণীয় বিষয়ে সচেতনমূলক বিভিন্ন দোকানে এই অভিযান পরিচালনা করা হয়। বাজার মনিটরিংয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা টাঙানো, ক্রয়-বিক্রয় রসিদ যাচাই করা হয়। অভিযানের নেতৃত্ব দেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফানুল হক চৌধুরী,টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাজেশ বড়ুয়াসহ পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন ।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, ‘রমজানকে কেন্দ্র করে বিভিন্ন অসাধু ব্যবসায়ীরা নৈরাজ্য ও মজুদ করার চেষ্টা করে। ইতিমধ্যেই ব্যবসায়ী সংগঠনের সাথে আমাদের বৈঠক হয়েছে। মূলত নিত্যপ্রয়োজনীয় পণ্যের নির্ধারিত মূল্যের বাইরে বিক্রিসহ অন্যান্য পণ্য সঠিক দামে বিক্রি এবং বিএসটিআইয়ের অনুমোদিত বিহীন ভেজাল পণ্য সামগ্রী বিক্রি হচ্ছে কিনা তা মনিটরিং করা হয়েছে। টেকনাফ বাজারসহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সারাদেশ-এর আরও খবর