যুদ্ধের গল্প

অনুবাদ: মোহাম্মদ আসাদুল্লাহ

  বিশেষ প্রতিনিধি    08-09-2022    261
যুদ্ধের গল্প

একটা সত্যিকারের যুদ্ধের গল্প কখনোই নৈতিক হয় না। এটা শিক্ষা দেয় না, নৈতিক উৎকর্ষতাকে উৎসাহিত করে না, মানবিক আচরণের ক্ষেত্রে কোনো আদর্শ বাতলে দেয় না, এমনকি মানুষকে ভুল কাজ করা থেকেও নিবৃত্ত করে না। কোনো গল্পকে যদি তোমার কাছে নৈতিক বলে মনে হয়, তাহলে সেটিকে বিশ্বাস করো না। যদি কোনো যুদ্ধের গল্প পড়ার পর নিজেকে তোমার উন্নীত মনে হয়, অথবা যদি অনুভব করো যে সামান্য পরিমাণে হলেও ন্যায়পরায়ণতাকে এই গল্পের মাধ্যমে বৃহত্তর ধ্বংস থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে, তাহলে বুঝবে যে, তুমি অতিপুরাতন ও ভয়ানক মিথ্যার বলি হয়েছ। যুদ্ধে ন্যায়পরায়ণতা বা নৈতিক উৎকর্ষতা বলে কিছুই নেই। সুতরাং প্রথম চলতি রীতি হিসেবে যুদ্ধের গল্পগুলোকে তুমি কেবল বিবেচনা করতে পারো খারাপ ও অশ্লীলতার একনিষ্ঠ ও আপোষহীন বাহক হিসেবে। যুদ্ধ আনন্দের তাদেরই কাছে, যাদের যুদ্ধে যাওয়ার অভিজ্ঞতা নেই।

শিল্প ও সংস্কৃতি-এর আরও খবর