রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র সরবরাহকারীদের আরও একজন আটক

  বিশেষ প্রতিনিধি    08-04-2023    112
রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র সরবরাহকারীদের আরও একজন আটক

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) সদস্য ও সন্ত্রাসীদের কাছে অস্ত্র সরবরাহকালে মো. আরিফ হোসেন ওরফে নাইগ্যা (২৭) নামে আরও একজনকে আটক করেছে র‍্যাব।

আজ শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫’র অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন। এর আগে গতকাল শুক্রবার বিকেলে সদরের বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক আরিফ হোসেন ওরফে নাইগ্যা ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্প মুচনীর বি ব্লকের বাসিন্দা। এর আগেও গত বৃহস্পতিবার তিনজনকে আটক করে র‍্যাব-১৫।

অধিনায়ক সাইফুল ইসলাম বলেন, রোহিঙ্গা ক্যাম্পে আরসা বাহিনীর কাছে অস্ত্র সরবরাহের খবর পেয়ে বাহারছড়ায় তল্লাশি চৌকি স্থাপন করা হয়। র‍্যাবের অভিযান টের পেয়ে পালানোর সময় একজনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩টি ওয়ান শুটার গান, ১টি থ্রি কোয়াটার গান, ৫ রাউন্ড তাজা কার্তুজ, ১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়।

র‍্যাব-১৫ অধিনায়ক আরও বলেন, ‘আরসা সংগঠনকে অস্ত্র সরবরাহকারী চিহ্নিত করে আটক করছি আমরা। ক্যাম্পে সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা লিপ্ত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।’

সারাদেশ-এর আরও খবর