৩ লক্ষ ইয়াবা পাচার : ৬ জনের ৭ বছর করে কারাদন্ড

  বিশেষ প্রতিনিধি    10-04-2023    270
৩ লক্ষ ইয়াবা পাচার : ৬ জনের ৭ বছর করে কারাদন্ড

৩ লক্ষ ইয়াবা টেবলেট পাচারের মামলায় ৬ জন পাচারকারীকে ৭ বছর করে সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। একইসাথে দন্ডিতদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে আরো ২ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক (ভাঃ) নিশাত সুলতানা রোববার (৯ এপ্রিল) এ রায় ঘোষণা করেন।একই আদালতের বেঞ্চ সহকারী দেলোয়ার হোসাইন এ তথ্য জানিয়েছেন।

দন্ডিতরা হলো : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া গ্রামের মোঃ আবুল কাসেমের পুত্র মোঃ আলম প্রকাশ চলনদার, নুরুল আলমের পুত্র নাছির উদ্দিন, মফিজের পুত্র মোঃ জসিম, সাইফুল হকের পুত্র কলিম উল্লাহ, সুফি আলমের পুত্র মোঃ হোসেন এবং একই উপজেলার শেখেরখীল গ্রামের মঞ্জুর আলমের পুত্র মোঃ কামাল। রায় ঘোষণার সময় দন্ডিতরা আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্র পক্ষে একই আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোজাফফর আহমদ হেলালী এবং দন্ডিত আসামীদের পক্ষে অ্যাডভোকেট মোঃ জাহেদ চৌধুরী মামলাটি পরিচালনা করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ :

২০১৬ সালের ১৪ মার্চ সকাল সাড়ে ১০ টার দিকে একটি মাছ ধরার ট্রলার মিয়ানমার থেকে সমুদ্র পথে চট্টগ্রামের দিকে যাওয়ার পথে র‍্যাব-৭ এর একটি টিম ট্রলারটিকে আটক করে সেখান থেকে মোঃ আলম প্রকাশ চলনদার, নাছির উদ্দিন, মোঃ জসিম, কলিম উল্লাহ, মোঃ হোসেন এবং মোঃ কামালকে গ্রেপ্তার করে। পরে তদের কাছ থেকে ৩ লক্ষ ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‍্যাব-৭ এর জেসিও মো: রফিকুল ইসলাম বাদী হয়ে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোঃ আলম প্রকাশ চলনদার, নাছির উদ্দিন, মোঃ জসিম, কলিম উল্লাহ, মোঃ হোসেন এবং মোঃ কামালকে আসামী করে কক্সবাজার সদর থানায় একটি মামলা দায়ের করেন। যার কক্সবাজার সদর থানা মামলা নম্বর : ৩৯/২০১৬, জিআর মামলা নম্বর : ২০১/২০১৬ (উখিয়া) এবং এসটি মামলা নম্বর : ১৩১৯/২০১৮ ইংরেজি।

২০১৯ সালের ২৬ জুন মামলাটি বিচারের জন্য আদালতে চার্জ গঠন (অভিযোগ) করা হয়।মামলাটির ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, আসামী পক্ষে সাক্ষীদের জেরা, আলামত প্রদর্শন, রাসায়নিক পরীক্ষার রিপোর্ট যাচাই, আসামীদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ, যুক্তিতর্ক সহ বিচারের সকল প্রক্রিয়া সম্পন্ন করে মামলাটি রায় ঘোষণার জন্য রোববার দিন ধার্য্য করা হয়।

রায় ঘোষণার দিনে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক (ভাঃ) নিশাত সুলতানা ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯(খ)/২৫ ধারায় আসামী মোঃ আলম প্রকাশ চলনদার, নাছির উদ্দিন, মোঃ জসিম, কলিম উল্লাহ, মোঃ হোসেন এবং মোঃ কামালকে দোষী সাব্যস্থ করে প্রত্যককে ৭ বছর করে সশ্রম কারাদন্ড, একইসাথে দন্ডিতদের ৫ হাজার টাকা করে অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে আরো ২ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন।

সারাদেশ-এর আরও খবর