দেশের প্রথম ‘সেল্ফ টিকেটিং বুথ’ কক্সবাজারে

  বিশেষ প্রতিনিধি    10-04-2023    100
দেশের প্রথম ‘সেল্ফ টিকেটিং বুথ’ কক্সবাজারে

“নিজের টিকেট নিজে করি” এই প্রতিপাদ্যে দেশে এই প্রথম উদ্বোধন হলো সেল্ফ টিকেটিং বুথ। যেখানে গ্রাহক বিনা ইন্টারেস্টে ইএমআই ফ্যাসিলিটি পাবে। কম টাকায় কোন বিমানে মিলবে টিকেট, তা যাত্রী নিজেই জানতে পারবে।

পর্যটন শহর কক্সবাজারের অভিজাত হোটেল ইউনি রিসোর্টের নিচে এই বুথ স্থাপন করা হয়েছে। এটি ইউনিভার্সেল ট্যুরিজম এন্ড ট্রাভেলসের নতুন সংযোজন।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এই বুথ খোলা থাকবে। গ্রাহকদের প্রয়োজনের সেবা নিশ্চিত করতে দক্ষ কর্মীও নিয়োগ করা হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) সকালে নিজের নামে টিকেট কেটে “সেল্ফ টিকেটিং বুথ” আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ শাহিন ইমরান। তারপর অনুভূতি বহিতে সাক্ষর করে নিজের মন্তব্য ব্যক্ত করেন।

এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্যে জেলা প্রশাসক বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার অনন্য সংযোজন সেল্ফ টিকেটিং বুথ। এর মাধ্যমে কক্সবাজার আরেক দফা এগিয়ে গেল।

ইউনিভার্সেল ট্যুরিজম এন্ড ট্রাভেলসের এমডি এম. রেজাউল করিম রেজার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবু সুফিয়ান, কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মোরশেদ চৌধুরী, আইএলও কক্সবাজার অফিস প্রধান রুচিকা বাহুল, কক্সবাজার বিমানবন্দর ব্যবস্থাপক মোঃ গোলাম মোর্তজা হোসাইন।

এছাড়া হোটেল মোটেল জোন ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

ইউনিভার্সেলের এমডি এম. রেজাউল করিম জানান, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ‘সেল্ফ টিকেটিং বুথ’ স্থাপন করেছি। শীঘ্রই পর্যটকদের আকর্ষণ ‘হেলিকপ্টার সার্ভিস’ চালু হবে। যেখানে জয় রাইড, বিভিন্ন বিনোদনমূলক প্যাকেজ, জন্মদিনসহ বিশেষ পার্টি আয়োজনের সূবর্ণ সুযোগ থাকবে।

সারাদেশ-এর আরও খবর