টেকনাফে বাজার মনিটরিং কমিটির অভিযান ৩০ হাজার টাকা জরিমানা আদায়

  বিশেষ প্রতিনিধি    10-04-2023    87
টেকনাফে বাজার মনিটরিং কমিটির অভিযান ৩০ হাজার টাকা জরিমানা আদায়

টেকনাফে পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল ও সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার লক্ষ্যে উপজেলা বাজার মনিটরিং কমিটি অভিযান চালিয়ে পৃথক ৩টি মামলায় নগদ অর্থ জরিমানা আদায় করা হয়েছে।

রবিবার (৯ এপ্রিল) দুপুরে টেকনাফ পৌরসভার বাজার এলাকায় টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে বাজার মনিটরিং কমিটি এবং পর্যাপ্ত আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের নিয়ে বাজার মনিটরিং এর অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এই সময় সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২(১) ধারায় ১টি মামলায় ২০হাজার টাকা অর্থদন্ড এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ২টি মামলায় ১০ হাজার টাকা অর্থদন্ডসহ মোট ৩টি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান বলেন,চলমান রমজান মাসে সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় সামগ্রী তাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে উপজেলা বাজার মনিটরিং কমিটির পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সারাদেশ-এর আরও খবর