বাফুফের সেক্রেটারিকে দুই বছর নিষিদ্ধ করলো ফিফা

  বিশেষ প্রতিনিধি    14-04-2023    147
বাফুফের সেক্রেটারিকে দুই বছর নিষিদ্ধ করলো ফিফা

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সেক্রেটারি আবু নাঈম সোহাগকে ফুটবল সংশ্লিষ্ট সব ধরনের কার্যক্রম থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।

শুক্রবার (১৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে ফিফা। নিজেদের ওয়েব সাইটে এক বিবৃতি দিয়ে ফিফা বিষয়টি নিশ্চিত করেছে। আর্থিক অনিয়মের অভিযোগেই এই শাস্তি দেওয়া হয়েছে সোহাগকে।

গত কয়েকদিন ধরে আলোচনায় থাকা বাফুফের জন্য এটা বড় দুঃসংবাদই বটে। অনিয়মের খবরে জেরবার বাফুফে আরও পর্যুদস্ত হলো এই নিষেধাজ্ঞার খবরে।

এর আগে আর্থিক অনিয়মে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে সশরীরে ফিফার সদর দফতর জুরিখে যান আবু নাঈম সোহাগ। তবে নিজেকে রক্ষা করতে পারেননি তিনি। তার বিরুদ্ধে মূল অভিযোগ- বাফুফেকে দেওয়া ফিফার অর্থ কিভাবে খরচ হয়েছে তা ভুল ডকুমেন্ট দেখিয়েছেন তিনি। ফলে ফিফার স্বাধীন নৈতিক কমিটি দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছে তাকে। -বাংলাভিশন

খেলাধুলা-এর আরও খবর