তুরস্কে আইএসের শীর্ষ নেতা গ্রেফতার

  বিশেষ প্রতিনিধি    09-09-2022    165
তুরস্কে আইএসের শীর্ষ নেতা গ্রেফতার

তুরস্কে বিশেষ অভিযান পরিচালনা করে আইএসের (আইএসআইএল/আইএসআইএস) শীর্ষ এক নেতাকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার আইএসের শীর্ষ কমান্ডারের কোড নাম আবু জাইদ। আবু জাইদের আসল নাম বাশার হাত্তাব ঘাযাল আল সুমাইদি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিবেদনে তাকে আইএসের শীর্ষ একজন জেষ্ঠ্য নেতা হিসেবে জানানো হয়। তুরস্কের সংবাদমাধ্যমগুলো বলছেন, আল সুমাইয়দা আসলে আবু হাসান আল হাাশিমি আল কোরাইশ হতে পারেন। তাকে আইএস গ্রুপের নতুন নেতা হিসেবে বিবেচনা করা হয়। তবে, এরদোগান আল সুমাইদিকে সিরিয়ার আইএসের একজন শীর্ষ নেতা হিসেবে পরিচয় দিয়েছেন। এরদোগানের বক্তব্যের বরাতে তুরস্কের সংবাদমাধ্যমগুলো জানায়, আল সুমাইদি জিজ্ঞাসাবাদে জানিয়েছে যে, সে আইএসের কথিত শিক্ষা এবং বিচার বিভাগের মন্ত্রী। আইএসের শীর্ষ নেতাকে গ্রেফতার করলেও কখন, কোথায় থেকে করা হয়েছে তা জানাননি এরদোগান। এরইমধ্যে পুলিশ ও গোয়েন্দা সংস্থার জিজ্ঞাসাবাদ শেষে আইএস নেতাকে আদালতে হস্তান্তর করা হয়েছে। এরদোগান জানান, দীর্ঘ সময় ধরে সিরিয়া ও ইস্তানবুলের মধ্যে সন্ত্রাসী সংযোগের ওপর নজরদারি করা হচ্ছিল। আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, আইএসের শীর্ষ নেতা তুরস্কে অবৈধভাবে ঢুকছে। ২০১৪ সালের পর ইরাক ও সিরিয়ার বিশাল খালি অঞ্চল দখল করেছিল আইএস। তবে পাল্টা আক্রমণে তারা ধ্বংস হয়ে যায়। ২০১৭ সালে তাদের ইরাকে পরাস্ত করা হয়। এর দুই বছর পর সিরিয়ায়ও আইএসের পতন ঘটে। তবে তাদের গোপন সেল দুই দেশে বিভিন্ন সময় হামলা চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, সিরিয়া ২০১১ সালে যুদ্ধের সূচনা হয়। এতে প্রায় পাঁচ লাখ মানুষকে হত্যা করা হয়। সে সময় যুদ্ধের আগে দেশের অর্ধেক মানুষকে নিজেদের বাড়ি ছেড়ে যেতে হয়েছে। সূত্র-আলজাজিরা।

আন্তর্জাতিক-এর আরও খবর