যাকাত করুনা নয় বরং ধনীর সম্পদে গরীবের অধিকার: জেলা প্রশাসক

  বিশেষ প্রতিনিধি    17-04-2023    116
যাকাত করুনা নয় বরং ধনীর সম্পদে গরীবের অধিকার: জেলা প্রশাসক

কক্সবাজার জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের যৌথ আয়োজনে সরকারি যাকাত ফান্ডের উদ্যোগে ‘‘দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা শীষক’’ সেমিনার ও যাকাতের অর্থ বিতরণ ২০২৩ শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে জেলা প্রশাসক জনাব মুহাম্মদ শাহীন ইমরান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইফা: উপ পরিচালক জনাব ফাহমিদা বেগম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতি: জেলা প্রশাসক (সার্বিক) জনাব বিভীষন কান্তি দাশ ও জেলা শিক্ষা অফিসার জনাব নাছির উদ্দিন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠানের প্রধান, ইমাম-খতিব এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সুধীজন উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জনাব মুহাম্মদ শাহীন ইমরান কোরআন হাদিসের আলোকে যাকাতের তাৎপর্য তুলে ধরে বলেন যে, যাকাত মানে গরীবের প্রতি ধনীর দয়া বা করুনা নয়, বরং ধনীর সম্পদে গরীবের অধিকার রয়েছে। এ অধিকার শরীয়ত নির্ধারিত।

উল্লেখ্য, এ বছর কক্সবাজার জেলার উপজেলার জনসংখ্যার ভিত্তিতে কক্সবাজার সদরে ১৩৯৫৮৯/-, রামু ৬৯০০০/- , উখিয়া ৫৩০০০/-, টেকনাফ ৬৮০০০/-, চকরিয়া ১২৪০০০/- পেকুয়া ৪৫০০০/-, কুতুবদিয়া ৩৫০০০/- ও মহেশখালী উপজেলায় ৮০০০০/- করে সর্বমোট ৬,১৩.৫৮৯ টাকা গরীব, দুস্থ ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে।

সারাদেশ-এর আরও খবর