রামুর জোয়ারিয়ানালা বাজারে নবনির্মিত ভবন উদ্বোধনে এমপি কমল

  বিশেষ প্রতিনিধি    18-04-2023    101
রামুর জোয়ারিয়ানালা বাজারে নবনির্মিত ভবন উদ্বোধনে এমপি কমল

কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য আলহাজ সাইমুম সরওয়ার কমল বলেছেন- সরকার গ্রামগুলোকে শহরে পরিনত করছে। এরই আওতায় এখন গ্রামের হাটবাজারেও আধুনিক মানের ভবন নির্মাণ করা হচ্ছে। রামুর জোয়ারিয়ানালায় প্রবাসীর সংখ্যা বেশী, এখানকার প্রবাসীরা দেশে আসলে উন্নত দেশের মতো এখানেও সুদৃশ্য ও পরিস্কার-পরিচ্ছন্ন পরিবেশে কেনাকাটার সুযোগ পাবে। জোয়ারিয়ানালায় বিকেএসপি সহ সরকারের অনেক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে। এসব প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরাও এখানে নতুন মার্কেটে কেনাকাটার সুবিধা পাবে। এরফলে ব্যবসায়ি ও ক্রেতা উভয়ই লাভবান হবে। এভাবে পর্যায়ক্রমে কক্সবাজার, রামু ও ঈদগাঁও উপজেলার প্রতিটি হাট-বাজারে আধুনিক মানের মার্কেট নির্মাণ করা হবে।

রামু উপজেলার জোয়ারিয়ানালা বাজারে নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি কমল এসব কথা বলেন।

জানা গেছে- স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর তত্ত¡াবধানে ২০২২ অর্থ বছরে ৩ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে জোয়ারিয়ানালা বাজারে এ ভবনটি নির্মাণ করা হয়েছে। ভবনটিতে ৩৭টি দোকান রয়েছে। যা বাজারের ব্যবসায়িদের স্বল্পভাড়ায় বরাদ্ধ দেয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া ভবনের নিচতলায় দোকান ছাড়াও মাছ, মাংস, সবজি বিক্রির জন্য পৃথক শেড রয়েছে।

ভবন উদ্বোধন অনুষ্ঠানে এমপি কমল আরও বলেন- শহর-গ্রাম, হাট-বাজার সবখানে এখন উন্নয়নের ছোঁয়া লেগেছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন এদেশের মানুষের উন্নয়ন-অগ্রগতি তরান্বিত হবে। অনেক এলাকায় এখন কাজ করার মতো সড়কও নেই। সব কিছুরই উন্নয়ন হয়েছে। যেসব এলাকায় এখনো কিছু সড়ক কাঁচা রয়েছে, তা আগামী এক বছরের মধ্যে কাজ সম্পন্ন করা হবে।

উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) রামু উপজেলা প্রকৌশলী মো. মঞ্জুর হাসান ভূঁইয়া, আওয়ামীলীগ নেতা মীর মো. আবুল কালাম আজাদ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, রামু প্রেস ক্লাব সভাপতি ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নীতিশ বড়–য়া, যুবলীগ নেতা রজত বড়–য়া রিকু, আওয়ামীলীগ নেতা শাখাওয়াত হোসেন শাকু, রফিক আহমদ, কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মিজানুর রহমান, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, যুবলীগ নেতা উত্তম মহাজন, দিলীপ কুমার মহাজন, জোয়ারিয়ানালা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মৌলভী আলতাফ, নুর হোসেন জনি, সুলতান আহমদ মেম্বার, আওয়ামীলীগ নেতা শাহজাহান মুন্সী প্রমূখ।

অনুষ্ঠানে এমপি কমল আনুষ্ঠানিকভাবে ফলক উন্মোচন করে জোয়ারিয়ানালা বাজার নবনির্মিত ভবন উদ্বোধন করেন। এসময় মোনাজাত পরিচালনা করেন- মৌলভী ছালামত উল্লাহ। অনুষ্ঠানে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ বিভিন্ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ি এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সারাদেশ-এর আরও খবর