৩দিনের মধ্যে কক্সবাজার পৌর এলাকার ব্যানার, পোস্টার অপসারণের নির্দেশ

  বিশেষ প্রতিনিধি    25-04-2023    126
৩দিনের মধ্যে কক্সবাজার পৌর এলাকার ব্যানার, পোস্টার অপসারণের নির্দেশ

কক্সবাজার পৌরসভা নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা কক্সবাজার পৌর এলাকায় যেসব লিফলেট, ব্যানার, পোস্টার লাগিয়েছেন, তা আগামী ৩ দিনের মধ্যে অপসারণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

কক্সবাজার পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা এস.এম শাহাদাত হোসেন সোমবার ২৪ এপ্রিল এক নোটিশের মাধ্যমে এ নির্দেশ দেন।

নোটিশে তিনি বলেন, গত ১৭ এপ্রিল পৌরসভা নির্বাচনের তফসিল গণবিজ্ঞপ্তি আকারে জারী করা হয়েছে। এর প্রেক্ষিতে পৌরসভা (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৫(৫) বিধি মতে, কোনো প্রার্থী বা রাজনৈতিক দল কিংবা তার মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী অথবা তাদের পক্ষে অন্যকোন ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের ৩ সপ্তাহ পূর্বে কোন প্রকার নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন না। ইতিমধ্যে (৩ সপ্তাহ আগে) যে সকল সম্ভাব্য প্রার্থীর নির্বাচনী লিফলেট, ব্যানার, ছবি সম্বলিত পোস্টার টাঙিয়েছেন, তা আগামী ৩ দিনের মধ্যে অপসারণ করার জন্য রিটার্নিং অফিসার এস.এম শাহাদাত হোসেন অনুরোধ করেছেন।

একইসাথে পৌরসভা (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৫ অনুসারে নিড়বাচনী প্রচারণা শুরুর পূর্বে কোন প্রকার মিছিল, মিটিং, শোডাউন না করার জন্যেও তিনি অনুরোধ করেছেন।

সারাদেশ-এর আরও খবর