পেকুয়ায় স্ত্রী ও শ্যালিকাকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যাচেষ্টা, স্বামী আটক

  বিশেষ প্রতিনিধি    13-05-2023    83
পেকুয়ায় স্ত্রী ও শ্যালিকাকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যাচেষ্টা, স্বামী আটক

কক্সবাজারের পেকুয়ায় স্ত্রী ও শ্যালিকাকে বহনকৃত অটোরিক্সা (সিএনজি) গতিরোধ করে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা চালিয়েছে মোহাম্মদ রজিউল্লাহ (৩৮) নামে এক স্বামী।

এই ঘটনায় স্থানীয়রা ঘটনাস্থল থেকে স্বামীকে আটক করে পুলিশে দিয়েছে।

১২ মে (শুক্রবার) উপজেলা সদরের বাইম্যাখালী কবরস্থান সড়কে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আটক রজিউল্লাহ কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং এলাকার সামশুল আলমের ছেলে পেকুয়া পশু হাসপাতালের কর্মচারী।

আহত ছালেহা বেগম (২৮) ও তানজিনা আক্তার (২৫) কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল এলাকার মোহাম্মদ রশিদের মেয়ে।

তাৎক্ষনিকভাবে আহতের ভাই জানিয়েছেন, তার দুই বোন ও এক বোনের জামাই কক্সবাজার ভ্রমণ শেষে কুতুবদিয়ায় চলে যাচ্ছিলেন। বোন ছালেহার সাথে তার জামাই রজিউল্লাহর সাথে পারিবারিক বিরোধের জের ধরে বাইম্যাখালী কবরস্থান সড়কে তাদের পরিবহনকৃত সিএনজি গাড়িটি গতিরোধ করে তিনজনকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের হাসপাতালে আর ঘাতক জামাই রজিউল্লাহকে আটক করে। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী রহিমা নামে একজন জানান, ৩৮ বছরের এক লোক ১৩ বছর বয়সী এক শিশুকে নিয়ে মোটরসাইকেল নিয়ে তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ। এক পর্যায়ে চিৎকার শুনে বাড়ি থেকে বের হয়ে দেখে রক্তাক্ত অবস্থায় তিনজন পড়ে আছে। পরে অনেক মানুষ একত্রিত হয়ে তাকে পাঁকড়াও করে।

তবে ওই সময় রজিউল্লাহ নামে ওই দূর্বত্ত জানান, তার স্ত্রী পরকিয়ায় জড়িত। তাদের দুই সন্তান থাকলেও স্ত্রীকে কিছুতেই পরকিয়ার আসক্ত থেকে বের করতে পারছিলেন না। অতিষ্ঠ হয়ে তিনি স্ত্রী ও পরকিয়া প্রেমিককে প্রাণে হত্যার চেষ্টা চালায়।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোজাম্মেল বলেন, ছালেহা বেগমের অবস্থা খুব মারাত্মক। তার ভূড়িঁ বের হয়ে গেছে। অপর নারী তানজিনার ক্ষত অবস্থাও মারাত্মক।

পেকুয়া থানার ওসি (তদন্ত) বলেন, এমন একটি ঘটনার খবর পেয়ে নিজে আহত নারীদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। হামলাকারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সারাদেশ-এর আরও খবর