উখিয়ায় ক্যাম্পে সরবরাহকালে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ২

  বিশেষ প্রতিনিধি    29-05-2023    139
উখিয়ায় ক্যাম্পে সরবরাহকালে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ২

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহকালে দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান ও ৫০ রাউন্ড রাইফেলের গুলি সহ ২ জন অস্ত্র কারবারিকে আটক করেছে পুলিশ।বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী।

আটকরা হলেন রামুর ঈদগড়ের শাকের আহমদের ছেলে মো. জাবের (২০) ও ক্যাম্প-৪ এর মৃত নুরুল হকের ছেলে নুরুল আমিন (২০)।

রোববার (২৮ মে) দিবাগত রাত ১টার দিকে উখিয়ার কুতুপালং বাজারে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

উখিয়া-টেকনাফের (সার্কেল)অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল রাত ৮টার দিকে উখিয়া থানায় কম্পাউন্ডে এক প্রেস ব্রিফিংয়ে মাধ্যমে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাতে কুতুপালং বাজারে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। এসময় তাদের থেকে একটি ওয়ানশুটারগান ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবকরা ক্যাম্পে অস্ত্র সরবরাহ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল এমন তথ্য পাওয়া যায়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, অস্ত্র ও গুলি সহ আটক দুই যুবকের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন।

সারাদেশ-এর আরও খবর