কক্সবাজার কলেজে উদ্বোধন হলো শেখ হাসিনা চত্বর

  বিশেষ প্রতিনিধি    02-06-2023    92
কক্সবাজার কলেজে উদ্বোধন হলো শেখ হাসিনা চত্বর

কক্সবাজার সরকারি কলেজে নব নির্মিত “শেখ হাসিনা চত্বর” উদ্বোধন করা হয়েছে। গত ৩১ মে কলেজের বিদায়ী অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ গিয়াস উদ্দিন ও কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ কলেজের পুরাতন শহীদ মিনার এলাকায় আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনা চত্বর এর উদ্বোধন করেন।

এসময় অন্যান্যের মধ্যে কলেজের সাবেক অধ্যক্ষ কামরুল হাসান, সাবেক অধ্যক্ষ প্রফেসর ফজলুল করিম, কলেজের সাবেক প্রফেসর জাফর আহমদ, রামু সরকারি কলেজের অধ্যক্ষ মুজিবুল আলম, কক্সবাজার সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ ফারুক আহমদ সহ কলেজের শিক্ষক, ছাত্র নেতৃবৃন্দ, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

১৯৭৫ পরবর্তী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা (বর্তমানে প্রধানমন্ত্রী) বাংলাদেশে আসার পর ১৯৮৫ সালের ৪ জানুয়ারি সর্বপ্রথম কক্সবাজার সফরে আসেন। ঐসময় জেনারেল এরশাদের জারীকরা সামরিক শাসন থাকায় দেশে সব ধরনের রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ ছিলো।

তৎকালীন কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরিদুল আলম ফরিদ (বর্তমানে পিপি) এর আমন্ত্রণে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সামরিক শাসনের ভয়ভীতি উপেক্ষা করে কক্সবাজার সরকারি কলেজে অনুষ্ঠিত এক ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসাবে যোগ দেন।

সেই দিনকে স্মরণীয় করে রাখতে “শেখ হাসিনা চত্বর” টি নির্মাণ করা হয়েছে। সেই দিনের ধারণ করা শেখ হাসিনা’র সাথে ফরিদুল আলম ফরিদ সহ অন্যান্যদের দুর্লভ একটি ছবিও ম্যুরাল হিসাবে শেখ হাসিনা চত্বরের স্মৃতি স্তম্ভে দিয়ে স্তম্ভটিকে নান্দনিকভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

সারাদেশ-এর আরও খবর