রামুতে ইত্তেহাদুল মাদারিস আঞ্চলিক শাখার শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা

  বিশেষ প্রতিনিধি    03-06-2023    86
রামুতে ইত্তেহাদুল মাদারিস আঞ্চলিক শাখার শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা

ইত্তেহাদুল মাদারিস ঈদগাঁও, রামু-কক্সবাজার সদর (কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড আঞ্চলিক শাখা) এর তত্ত্বাবধানে এক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১ জুন সকাল ৯ টা থেকে রামু জামিয়া দারুল উলুম চাকমারকুল মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী এ কর্মশালায় শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করে মুখ্য আলোচনা পেশ করেন, রামু রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার মুহতামিম ও ইত্তেহাদুল মাদারিস ঈদগাঁও, রামু- কক্সবাজার সদর এর সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ মোহছেন শরীফ। তিনি বলেন, পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের অধিকতর নিবিষ্ট করা, সৃজনশীল প্রতিভার বিকাশ এবং শিক্ষার মানোন্নয়নে শিক্ষকমণ্ডলীর বিষয়ভিত্তিক প্রশিক্ষণের গুরুত্ব অনস্বীকার্য।

প্রশিক্ষণলব্ধ অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিক্ষার্থীদের যথাযথ পাঠদানের মাধ্যমে কুরআন ও হাদীসের প্রকৃত জ্ঞানসমৃদ্ধ, দ্বীনের অতন্দ্র প্রহরী প্রাজ্ঞ আলেমেদ্বীন হিসেবে গড়ে তুলতে হবে।

জামিয়া দারুল উলুম চাকমারকুল এর মুহতামিম, আঞ্চলিক ইত্তেহাদের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক, রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ মোহছেন শরীফের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত শিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় আরবী ব্যাকরণ বিষয়ে প্রশিক্ষণ দেন, বসুন্ধরা রিভারভিউ জামিয়াতুল আবরারের মুহাদ্দস মাওলানা মুহাম্মদ সাবের। আরবী সাহিত্য বিষয়ে প্রশিক্ষণ দেন, আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার আরবী সাহিত্য বিভাগীয় প্রধান মাওলানা ত্বহা দানিশ।

প্রাণবন্ত এ প্রশিক্ষণ কোর্সে ৩৭ টি মাদ্রাসার ২০০ জন বাছাইকৃত শিক্ষক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করেন।

এছাড়াও জামিয়া এমদাদিয়া আজিজুল উলুম পোকখালীর শায়খুল হাদীস ও শিক্ষা পরিচালক মাওলানা মুহাম্মদ জুনাইদ, খুরুশকুল তালিমুদ্দিন মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি এমদাদুল্লাহ হাসান, ঈদগাঁও বোয়ালখালী মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা নুরুল হাকিমসহ বোর্ডের অন্তর্ভূক্ত মাদ্রাসাসমূহের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

শেষে মুনাজাত পরিচালনা করেন, জামিয়া এমদাদিয়া আজিজুল উলুম পোকখালীর শায়খুল হাদীস ও শিক্ষা পরিচালক মাওলানা মুহাম্মদ জুনাইদ।

সারাদেশ-এর আরও খবর