কক্সবাজারে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে

  বিশেষ প্রতিনিধি    12-06-2023    102
কক্সবাজারে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে

কক্সবাজার পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ভোট হচ্ছে ইভিএমের মাধ্যমে। বেলা ১২টা পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে ইভিএম এর কারণে ভোট গ্রহণে ধীরগতি লক্ষ্য করা গেছে।

বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, অধিকাংশ কেন্দ্রের ভেতরের পরিবেশ ভালো। বাইরে ভোটারদের দীর্ঘ লাইন।চলছে আইনশৃঙ্খলা বাহিনীর দফায় দফায় মহড়া। ভোট সুষ্ঠু করতে সর্বাত্মক তৎপরতা চালাচ্ছেন প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। জেলাবাসী ইতিপূর্বে এমন শান্তিপূর্ণ ও কড়াকড়ি ভোট দেখেননি।

কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে ১২টি ওয়ার্ডে তিন জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ দায়িত্বে রয়েছেন ১৫ ম্যাজিস্ট্রেট। ৭ প্লাটুন বিজিবি, ১২টি র‌্যাব টিম ও ৭৯০ জন পুলিশ মোতায়েন রয়েছে। মোট ৪৫টি কেন্দ্রে ২৪৫টি কক্ষ রয়েছে।

পৌরসভার ১২টি ওয়ার্ডে মোট ভোটার ৯৪ হাজার ৮০২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৯ হাজার ৮৭৯ জন ও নারী ভোটার ৪৪ হাজার ৯২৩ জন।

সারাদেশ-এর আরও খবর