খুরুশকুলে জমির দখল নিয়ে দুই পক্ষে সংঘর্ষের আশঙ্কা

  বিশেষ প্রতিনিধি    19-06-2023    102
খুরুশকুলে জমির দখল নিয়ে দুই পক্ষে সংঘর্ষের আশঙ্কা

কক্সবাজার সদরের খুরুশকুল কাউয়ারপাড়া কুতুবজুরি এলাকায় ব্যক্তি মালিকানাধীন জমি জবরদখলের অভিযোগ উঠেছে। পেশিশক্তি ব্যবহার করে ইতোমধ্যে সীমানার আরসিসি পিলার ও ঘেরাবেড়া ভেঙ্গে জমির জবরদখলের চেষ্টা করছে চিহ্নিত দখলবাজচক্র।

জমির মালিক পক্ষকে জানে মেরে ফেলার হুমকি দিচ্ছে।

এই নিয়ে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছে এলাকাবাসী।

স্থানীয় আবছার মিয়া, জামাল হোছন, পেঠানসহ একটি চক্র দখলের ঘটনায় জড়িত বলে ভুক্তভোগী নুরুল আলম জানিয়েছেন।

এ বিষয়ে তিনি ১৮ জুন কক্সবাজার সদর মডেল থানায় লিখিত অভিযোগও দিয়েছেন।

নিজের মালিকানাধীন ঝিলংজা মৌজার বিএস খতিয়ান নং-৭৫০৪, দাগ নং-৩০৫০, ৩০১০, ৩০৩৬, ৩০৩৭ তপশীলভুক্ত জমিতে দখলবাজদের কুনজর পড়েছে বলে জানিয়েছেন জমির মালিক নুরুল আলম।

তিনি বলেন, আমার পৈত্রিক সম্পত্তিতে দীর্ঘদিন ভোগদখলে আছি। লোভের বশবর্তী হয়ে আমাদের জায়গা দখলের চেষ্টা করছে একটি চক্র। তারা নানাভাবে হুমকি ধমকিও দিচ্ছে। সাবেক চেয়ারম্যান মাস্টার আবদুর রহিম, জসিম উদ্দিনসহ মান্যগন্য ব্যক্তিগণ মীমাংসা করে দিলেও তা মানছে না। একটি পেশিশক্তি ঘটনার নেপথ্যে কাজ করছে।

১৮ জুন বিকালে ৭/৮ জন লোক দেশীয় অস্ত্রসহ জমি দখল করতে যায়। সীমানার আরসিসি পিলার ও ঘেরাবেড়া ভেঙ্গে দেয়। নতুন করে পাকা দেওয়াল নির্মাণ করতেছে।

তিনি বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাধা দিলে আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করে। আমিসহ আমার পরিবারের অন্যান্য সদস্যদেরকে মেরে ফেলার হুমকি দেয়।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাদেশ-এর আরও খবর