কুতুবদিয়া গোল্ডকাপ ভলিবল টুর্নামেন্ট-২০২৩ এ চ্যাম্পিয়ন লেমশীখালী ইউনিয়ন পরিষদ

  বিশেষ প্রতিনিধি    25-06-2023    101
কুতুবদিয়া গোল্ডকাপ ভলিবল টুর্নামেন্ট-২০২৩ এ চ্যাম্পিয়ন লেমশীখালী ইউনিয়ন পরিষদ

কুতুবদিয়া উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত গোল্ডকাপ ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল ২৪ জুন ২০২৩ ইং রোজ শনিবার বিকাল ৪ টায় কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া – মহেশখালী সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক এমপি। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর তঞ্চঙ্গা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সম্পাদক আবু তাহের, জেলা পরিষদ এর সদস্য নুরুল ইসলাম ভুট্টো, শিক্ষক বিমল কান্তি, আলাউদ্দিন আল আজাদ, নাজেম উদ্দিনসহ হাজারো দর্শক।

উক্ত ফাইনালে দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদকে ৩-১ সেটে পরাজিত করে লেমশীখালী ইউনিয়ন পরিষদ চ্যাম্পিয়ন হয়। উক্ত টুর্নামেন্টে কুতুবদিয়া উপজেলার ৬ টি ইউনিয়ন যথাক্রমে উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদ, দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদ, লেমশীখালী ইউনিয়ন পরিষদ, কৈয়ারবিল ইউনিয়ন পরিষদ, বড়ঘোপ ইউনিয়ন পরিষদ ও আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদ অংশগ্রহণ করে।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে লেমশীখালী টিমের অধিনায়ক জোবাইর রাসেল বলেন, আজকের এই জয় অনেক বড় অর্জন। আজকের খেলায় বাংলাদেশ জাতীয় ভলিবল টিমের ৬ জন খেলোয়াড়ের মধ্যে আমি শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়েছি। আজকে আমার এই পর্যায়ে আসার পিছনে ইসমাইল কুতুবী চাচার অবদান রয়েছে। ছোটকাল থেকে আমার মেঝ চাচা নুরুল ইসলামের হাত ধরে ভলিবল খেলা শিখি। আজকে আমরা দুইভাই মিরাজ আর আমি লেমশীখালী ইউনিয়নকে প্রতিনিধিত্ব করেছি। এতে আমি ও আমার পরিবার আনন্দিত।

আবেগাপ্লুত হয়ে লেমশীখালী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব আকতার হোছাইন বলেন, আমার ভাতিজা জোবাইর আর মিরাজের হাত ধরে আমরাই উপজেলায় চ্যাম্পিয়ন হয়েছি। লেমশীখালী ইউনিয়ন শিক্ষা দীক্ষার পাশাপাশি খেলাধুলায়ও এগিয়ে যাচ্ছে যা আজ আমরা উপজেলা চ্যাম্পিয়ন হয়ে প্রমাণ করেছি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করছি।

খেলাধুলা-এর আরও খবর