ঈদগাঁওতে মাদ্রাসাতুল হেদায়াহ উদ্যোগে হিজাব সম্মাননা ও বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত

  বিশেষ প্রতিনিধি    25-06-2023    80
ঈদগাঁওতে মাদ্রাসাতুল হেদায়াহ উদ্যোগে হিজাব সম্মাননা ও বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত

কক্সবাজারের ঈদগাঁওতে কৃতিত্বের সাথে প্রথম পূর্ণাঙ্গ হিফজ সম্পন্নকারী শিক্ষার্থী হাফেজা সাদিয়া হাসান নুরীকে আনুষ্ঠানিক বিদায় দেয়া হয়। শনিবার দুপুরে তাকে হিজাব সম্মাননাও প্রদান করা হয়। দ্বীনি ও প্রচলিত শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠিত ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাতুল হেদায়াহ ঈদগাহ্ (মহিলা হিফজ মাদ্রাস) এই অনুষ্ঠানের আয়োজন করেন।

ঈদগাঁও স্টেশনস্থ সাফওয়ান ভিলায় মাদ্রাসা মিলনায়তন আয়োজিত হিজাব প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নসিহত করেন আল- জামিয়া দারুস সুন্নাহ হণীলার শায়খুল হাদিস আল্লামা মুফতি আব্দুশ শাকুর।

প্রধান মেহমানের নসিহত করেন, গোমাতলী হোসাইনিয়া তালিমুল মুসলিমীন মাদ্রাসার পরিচালক মাওলানা ইমাম জাফর। বিশেষ অতিথি হিসেবে নসিহত পেশ করেন, রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা মোয়াবিনুল ইসলাম মাদ্রাসার মুহতামিম মাওলানা হাফেজ আমীর হোসাইন ও মাওলানা ক্বারী সৈয়দ আহমদ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা পরিচালক ও ঐক্য পরিবারের সদস্য হাফেজ আমিনুর রশিদ।

শুরুতে বিদায়ী হাফেজা সাদিয়া হাসান সুললিত কণ্ঠে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে। শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইমাম জাফর। মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

হেফজ সম্পন্নকারী শিক্ষার্থী হাফেজাকে অভিবাদন ও শুভেচ্ছা জানালেন সামাজিক প্লাটফর্ম ঈদগাঁও ঐক্য পরিবারের নেতৃবৃন্দরা।

সারাদেশ-এর আরও খবর