ঈদের দিন সকালে সিরাজগঞ্জ মহাসড়কে ট্রাক-পিকআপন ভ্যান সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দু’জন।
বৃহস্পতিবার (২৯ জুন) সকাল ৯টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, গাইবান্ধা সদর থানার ফুলবাড়ি গ্রামের হাবিবুর রহমানের ছেলে সুজন (৩২), সাঘাটা থানার হাসিলকান্দি গ্রামের সবুর হোসেনের ছেলে রাব্বি (২৬), নাটোর বাগাতিপাড়া থানার প্যারাবাড়িয়া গ্রামের সোরহাবের ছেলে রানা (৩০) ও একই গ্রামের শরিফুলের ছেলে আয়ান (৪)।
আহতরা হলেন নাটোর বাগাতিপাড়া থানার প্যারাবাড়িয়া গ্রামের শরিফুলের ও তার স্ত্রী শাপলা। তাদের দুজন সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির জানান, হাটিকুমরুল থেকে বনপাড়াগামী গরুবোঝাই জ্যাক পিক-আপটি ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা আম বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিক-আপে থাকা শিশুসহ ৪ যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এছাড়াও মারা যায় ৩টি গরু। এ ঘটনায় আহত হন আরও ২ পিকআপ যাত্রী।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। আহতদেের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও ট্রাক ও পিক-আপ জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।
ঈদের দিন সকালে সড়কে ঝড়ল ৪ প্রাণ
ঈদের দিন সকালে সিরাজগঞ্জ মহাসড়কে ট্রাক-পিকআপন ভ্যান সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দু’জন।
বৃহস্পতিবার (২৯ জুন) সকাল ৯টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, গাইবান্ধা সদর থানার ফুলবাড়ি গ্রামের হাবিবুর রহমানের ছেলে সুজন (৩২), সাঘাটা থানার হাসিলকান্দি গ্রামের সবুর হোসেনের ছেলে রাব্বি (২৬), নাটোর বাগাতিপাড়া থানার প্যারাবাড়িয়া গ্রামের সোরহাবের ছেলে রানা (৩০) ও একই গ্রামের শরিফুলের ছেলে আয়ান (৪)।
আহতরা হলেন নাটোর বাগাতিপাড়া থানার প্যারাবাড়িয়া গ্রামের শরিফুলের ও তার স্ত্রী শাপলা। তাদের দুজন সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির জানান, হাটিকুমরুল থেকে বনপাড়াগামী গরুবোঝাই জ্যাক পিক-আপটি ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা আম বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিক-আপে থাকা শিশুসহ ৪ যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এছাড়াও মারা যায় ৩টি গরু। এ ঘটনায় আহত হন আরও ২ পিকআপ যাত্রী।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। আহতদেের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও ট্রাক ও পিক-আপ জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
প্রধান কার্যালয়
৯, আদাবর, ঢাকা-১২০৭
মোবাইল
০১৭১১-২৪৯৭৭০, ০১৯৫৬-৪৪৬৫২৫
ই-মেইল
deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: October 2, 2023, 4:55 pm