রাজনীতি ছাড়ার প্রবণতা বাড়ছে বিএনপিতে

  বিশেষ প্রতিনিধি    01-07-2023    93
রাজনীতি ছাড়ার প্রবণতা বাড়ছে বিএনপিতে

হতাশা, ক্ষোভ আর রাজনৈতিক দেউলিয়াত্বের কারণে বিএনপির সিনিয়র নেতাকর্মীদের মাঝে দিনদিন রাজনীতি ছাড়ার প্রবণতা বাড়ছে। তৃণমূল বিএনপিতে এ প্রবণতা সবচেয়ে বেশি।

সরেজমিন দেখা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে এলেও মাঠে নেই বিএনপি। যোগ্য নেতৃত্ব না থাকায় দিনদিন হতাশ হয়ে পড়ছেন কর্মীরা। এ হতাশা থেকেই প্রতিদিন বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বিএনপির রাজনীতিকে বিদায় জানাচ্ছেন। আবার রাজনীতি ছেড়ে ব্যবসা-বাণিজ্যে মনোনিবেশ করেছেন অনেক সিনিয়র নেতা।

সম্প্রতি রাজনীতি থেকে বিদায় নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ আইনজীবী ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম। এরপর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লেখেন, ‘নিড পলিটিক্যাল এলপিআর!’

এদিকে ব্যারিস্টার নাসির উদ্দিন অসীমের পথ ধরে রাজনীতি ছেড়েছেন বিএনপির অসংখ্য নেতাকর্মী। এখন দলটির কেন্দ্রীয় কমিটির শতাধিক পরীক্ষিত নেতা রাজনীতিকে বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছেন।

বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত নেতা শওকত মাহমুদ বলেন, রাজনীতি একটি কর্ম। সেই কর্ম যদি কোনো না কোনোভাবে বন্ধ থাকে, তাহলে নেতাকর্মীরা তো হতাশ হবেই। হতাশা থেকে এভাবে নেতাকর্মীরা বিএনপির রাজনীতি ছেড়ে অন্য পেশায় জড়াচ্ছেন।

ডেইলি

জাতীয়-এর আরও খবর