নাফনদী সাঁতরিয়ে মিয়ানমার থেকে এলো এক বাচ্চা হাতি

  বিশেষ প্রতিনিধি    04-07-2023    172
নাফনদী সাঁতরিয়ে মিয়ানমার থেকে এলো এক বাচ্চা হাতি

নাফ নদী সাঁতরিয়ে মিয়ানমার থেকে টেকনাফের শাহপরীর দ্বীপের ঘোলারচর এলাকায় এক বন্য হাতি এসেছে।

সোমবার (৩ জুলাই) সকালে হাতিটিকে ওই এলাকায় চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখেছে স্থানীয় লোকজন। হাতিটির উচ্চতা ৭ ফুটের মতো।

কক্সবাজার দক্ষিণ উপকূলীয় বন বিভাগের টেকনাফ রেঞ্জ কর্মকর্তা বশির আহমদ খান এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢলের পাশা পাশি দলছুট হয়ে সাঁতরে নাফনদী পেরিয়ে মিয়ানমার থেকে আসতে পারে হাতিটি। সোমবার সকালে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ঘোলার চর এলাকার ঝাউবাগানে পূর্ব পাশে হাতিটি দেখতে পান স্থানীয় লোকজন। এ হাতিটি শাহপরীর দ্বীপ ঘোলার চর এলাকায় ছোটাছুটি করছে। হাতিটিকে উদ্ধার করে নিরাপদে টেকনাফের বনে ফেরানোর চেষ্টা করা হচ্ছে।

সাবরাং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবদু সালাম বলেন, ভোর থেকে একটি বাচ্চা হাতি নাফ নদীর চরে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। হঠাৎ করে এলাকায় হাতি আসার খবর ছড়িয়ে পড়লে একনজর দেখার জন্য শত শত উৎসুক জনতা ভিড় করছেন। বন বিভাগ ও হাতি উদ্ধারকারী দলের কিছু লোকজন চেষ্টা করছে হাতিটি ধরা ।

সারাদেশ-এর আরও খবর