চকরিয়ায় পুলিশের অভিযানে বন্দুক ও গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার-১

  বিশেষ প্রতিনিধি    04-07-2023    114
চকরিয়ায় পুলিশের অভিযানে বন্দুক ও গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার-১

চকরিয়ায় থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে দেশীয় তৈরি (এলজি) বন্দুক, রাইফেলের গুলি ও বিভিন্ন সরঞ্জামসহ মো: রেজাউল করিম জনি (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৪ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডস্থ ডাকবাংলো এলাকায় বসত ঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত রেজাউল করিম জনি ওই এলাকার আবদুল গনির ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোররাত ৫টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডস্থ ডাকবাংলো পাড়া এলাকায় রেজাউল করিম জনির বসত ঘরে মাদক ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে ওসির নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

থানার এসআই (উপপরিদর্শক) গোলাম সরওয়ার, এএসআই শাহ জালালের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। এসময় তার বসতঘরে তল্লাশি চালিয়ে কাঠের বাটযুক্ত দেশীয় তৈরী একটি (এলজি) বন্দুক, এক রাউন্ড চায়না রাইফেলের গুলি, একটি কার্তুজ, একটি স্টিলের তৈরি তলোয়ার, একটি স্টিলের তৈরি ছোরা, একটি স্টিলের তৈরি চাপাতি বসতঘর থেকে উদ্ধার করা হয়। ওই সময় বসতঘর থেকে রেজাউল করিম জনি নামে এক যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হই।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো: আবদুল জব্বার বলেন, থানা পুলিশের একটি টীম অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি এলজি বন্দুক, রাইফেলের গুলি, কার্তুজ ও বিভিন্ন সরঞ্জামসহ এক যুবক গ্রেপ্তার করা হয়। এই নিয়ে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু পূর্বক ধৃত যুবক রেজাউল করিম জনিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

সারাদেশ-এর আরও খবর