পেকুয়া প্রেস ক্লাবের সভাপতির পিতা মাস্টার মুবিনুল হকের নামাজে জানাজায় শোকার্ত মানুষের ঢল

  বিশেষ প্রতিনিধি    10-07-2023    132
পেকুয়া প্রেস ক্লাবের সভাপতির পিতা মাস্টার মুবিনুল হকের নামাজে জানাজায় শোকার্ত মানুষের ঢল

পেকুয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও পাক্ষিক পেকুয়ার সম্পাদক দৈনিক আজাদী ও নয়াদিগন্তের সাংবাদিক ছফওয়ানুল করিমের পিতা মাস্টার মুবিনুল হক(৮০) এর নামাজে জানাজায় শোকার্ত মানুষের ঢল নামে। তিনি পেকুয়া সদর ইউনিয়নের সিকদার পাড়া এলাকার মৃত আহমুদুর রহমানের মেজ পুত্র।

৯ জুলাই রবিবার বিকাল সাড়ে ৫ টায় শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় ইমামতি করেন মরহুমের পুত্র হাফেজ সাজেদুল করিম।

নামাজে জানাজায় অংশ নেন কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সভাপতি এটি এম নুরুল বশর চৌধুরী, জেলা সেচ্চাসেবকদলের সভাপতি অধ্যাপক আজিজুল হক, সাধারণ সম্পাদক এডভোকেট ইউনুস,সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মীর মোশাররফ হোসেন টিটু, জেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম, পেকুয়া উপজেলা আ.,লীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, চকরিয়া উপজেলা বিএনপি নেতা মোবারক হোসেন, পেকুয়া উপজেলা বিএনপির প্রচার প্রকাশনা সম্পাদক মজিবুল হক চৌধুরী, শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আলী, শহীদ জিয়া বিএম আই কলেজের অধ্যক্ষ ফরিদুল আলম চৌধুরী, অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজি, অধ্যাপক মােস্তাফা জামান খারেজ, অধ্যাপক নাজেম উদ্দিন, পেকুয়া বিইউআই ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ শহিদুল ইসলাম, পেকুয়া মডেল সরকারি জি এম সি ইনস্টিটিউশনের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক চৌধুরী, অধ্যাপক ইমতিয়াজ, পেকুয়া উপজেলা সেচ্ছাসেবকদলের আহ্বায়ক আহছান উল্লাহ, যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খোকন, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ইয়াসিন , উপজেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি হারুন রশিদ, সাধারণ সম্পাদক জামাল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ,বিভিন্ন পেশাজীবীর লোকজন, অসংখ্য প্রাক্তন ছাত্রবৃন্দ। পরে নামাজে জানাজা শেষে মরহুম মাস্টার মুবিনুল হককে মৌলভীবাড়ীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে মরহুমের মৃত্যুতে শোক জানিয়েছেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম, উপজেলা বিএনপি, উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের শিক্ষক কর্মচারী বৃন্দ,পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এস এম শাহাদত ও শিক্ষক কর্মচারীবৃন্দ।

পেকুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষক কর্মচারীবৃন্দ, পেকুয়া সমবায় ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ ও কর্মকর্তা কর্মচারী বৃন্দ, পেকুয়া প্রেস ক্লাব নেতৃবৃন্দ, পেকুয়া উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য যে, ৯ জুলাই (রবিবার) ভোর ৩ টা ৪৫ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি (ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি এক স্ত্রী ও ১৫ পুত্র কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

কর্মময় জীবনে তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত একজন সহকারী শিক্ষক ছিলেন। তিনি একজন সহজসরল ও সাদামাটা লোক ছিলেন।

সারাদেশ-এর আরও খবর