কক্সবাজারে টাকা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় চার আসামি গ্রেফতার

  বিশেষ প্রতিনিধি    10-07-2023    117
কক্সবাজারে টাকা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় চার আসামি গ্রেফতার

কক্সবাজারের সদরের চৌফলদন্ডির ঘোনারপাড়া বটতলী এলাকায় টাকা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় চার আসামি গ্রেফতার করেছে র‌্যাব।

তারা হলো, চৌফলদন্ডী ৫নং ওয়ার্ডের ঘোনারপাড়া জাহেদ (২৭), মাইজ পাড়ার ফাহাদ (৩০), ঈদগাঁও সওদাগর পাড়ার মোঃ রাসেল (২৪) ও রামু রাজারকুলের রবি ধর (৩৫)।

এ সময় তাদের নিকট থেকে নগদ ১ লক্ষ ১ হাজার টাকা ও ১৬.৪৭ ভরি স্বর্ণালংকার উদ্ধার হয়েছে।

গত ২৩ জুন বিকালে চৌফলদন্ডী ঘোনারপাড়া বটতলী এলাকার নোমানিয়া মাদরাসার সামনে ৩২ ভরি স্বর্ণ ও নগদ ১১ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।

এ ঘটনায় কক্সবাজার শহরের বড়বাজার এ. ছালাম মার্কেটস্থ তরুলতা জুয়েলার্সের মালিক মিশু দে থানায় মামলা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার ও র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী এ সব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জুয়েলারী ব্যবসায়ী মিশু দে ও তার কারিগর সৌরভ ধর বেশ কিছু স্বর্ণালংকার বিক্রয়ের লক্ষ্যে ঈদগাঁও বাজারে যান। অবিক্রিত স্বর্ণালংকার ও স্বর্ণ বিক্রির নগদ টাকাসহ সিএনজিযোগে কক্সবাজার ফিরছিলেন। এ সময় চিহ্নিত কিছু সন্ত্রাসী হামলা করে ৩২ ভরি স্বর্ণ ও নগদ ১১ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও পত্র-পত্রিকায় প্রকাশ হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মোঃ আবু সালাম চৌধুরী জানান, ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত চক্রটিকে গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে র‌্যাব।

এজাহারনামীয় ৩নং আসামি জাহেদকে গত ৯ জুলাই রাতে চট্টগ্রামের পাহাড়তলীর একটি ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়।

তাকে জিজ্ঞাসাবাদে শাহেদ, জাহেদ, রাসেল, রবি এবং ফরহাদসহ মোট ৫ জন জড়িত থাকার কথা উঠে আসে।

সেই তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে রাসেল, রবি, ফরহাদকেও গ্রেফতার করা হয়।

পরে তাদের নিকট থেকে লুণ্ঠিত নগদ অর্থ ও স্বর্ণালংকারের মধ্যে সর্বমোট ১ লক্ষ এক হাজার টাকা ও ১৬.৪৭ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। প্রধান আসামি মোঃ শাহেদকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সারাদেশ-এর আরও খবর