টেকনাফকে ভূমিহীন-গৃহহীন মুক্ত এলাকা ঘোষণায় টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

  বিশেষ প্রতিনিধি    11-07-2023    110
টেকনাফকে ভূমিহীন-গৃহহীন মুক্ত এলাকা ঘোষণায় টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

টেকনাফ উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করার লক্ষ্যে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে টেকনাফ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ এরফানুল হক চৌধুরীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম।

বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন,উপজেলা এলজিইডি কর্মকর্তা প্রকৌশলী আরিফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সুবীর কুমার দত্ত ও সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী।

জানা যায়, সব মিলিয়ে টেকনাফ উপজেলায় ৫২৩ জন উপকারভোগীর গৃহনির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। তার মধ্যে ৪৫৯ টি ঘর উপকারভোগীদের মাঝে বুঝিয়ে দেওয়া হয়েছে।

বাকী ৬৪টি ঘর মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীনদের বুঝিয়ে দিয়ে টেকনাফকে ভূমিহীন-গৃহহীন মুক্ত এলাকা ঘোষণা দিবেন বলে জানা যায়।

সারাদেশ-এর আরও খবর