রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল।
বুধবার (১২ জুলাই) দুপুরে দেশটির বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জারার নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন, দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইড এর এশিয়া দপ্তরের উপসহকারী প্রশাসক অঞ্জলী কৌর।
রোহিঙ্গাদের উপর মিয়ানমার সরকারের নির্যাতন ও মৌলিক অধিকার পরিপন্থী আরোপিত বিভিন্ন বিধিনিষেধ এর বর্ণনা করেন রোহিঙ্গারা। এসময় তারা শান্তিপূর্ণ ও মর্যাদার সাথে সকল অধিকার নিশ্চিতপূর্বক প্রত্যাবাসনের মতামত ব্যক্ত করেন।
প্রতিনিধিদলটি ৪৫ এ ক্যাম্প- ৯ এ প্রথমে ইউএনএইচসিআর এর রেজিস্ট্রেশন সেন্টারে গিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার চলমান কার্যক্রম পরিদর্শন করেন। এরপর ক্যাম্প-১১ এর একশন এইডের অফিসে রোহিঙ্গা কমিউনিটি নেতা, ইমাম, যুবকদের সাথে রোহিঙ্গাদের শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, প্রত্যাবাসন সহ নানা বিষয়ে মতবিনিময় করেন।
প্রতিনিধিদল ক্যাম্প-১৮ তে অবস্থিত রোহিঙ্গা কালচারাল সেন্টার পরিদর্শন শেষে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার অফিসে মতবিনিময় সভায় মিলিত হন।
এ সময় ৮ এপিবিএন এর পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী, সহকারী পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ, মোঃ রবিউল ইসলাম, উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মিয়ানমার সরকারের নির্যাতন ও মৌলিক অধিকার পরিপন্থী বিধিনিষেধের বর্ণনা দিলো রোহিঙ্গারা
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল।
বুধবার (১২ জুলাই) দুপুরে দেশটির বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জারার নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন, দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইড এর এশিয়া দপ্তরের উপসহকারী প্রশাসক অঞ্জলী কৌর।
রোহিঙ্গাদের উপর মিয়ানমার সরকারের নির্যাতন ও মৌলিক অধিকার পরিপন্থী আরোপিত বিভিন্ন বিধিনিষেধ এর বর্ণনা করেন রোহিঙ্গারা। এসময় তারা শান্তিপূর্ণ ও মর্যাদার সাথে সকল অধিকার নিশ্চিতপূর্বক প্রত্যাবাসনের মতামত ব্যক্ত করেন।
প্রতিনিধিদলটি ৪৫ এ ক্যাম্প- ৯ এ প্রথমে ইউএনএইচসিআর এর রেজিস্ট্রেশন সেন্টারে গিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার চলমান কার্যক্রম পরিদর্শন করেন। এরপর ক্যাম্প-১১ এর একশন এইডের অফিসে রোহিঙ্গা কমিউনিটি নেতা, ইমাম, যুবকদের সাথে রোহিঙ্গাদের শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, প্রত্যাবাসন সহ নানা বিষয়ে মতবিনিময় করেন।
প্রতিনিধিদল ক্যাম্প-১৮ তে অবস্থিত রোহিঙ্গা কালচারাল সেন্টার পরিদর্শন শেষে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার অফিসে মতবিনিময় সভায় মিলিত হন।
এ সময় ৮ এপিবিএন এর পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী, সহকারী পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ, মোঃ রবিউল ইসলাম, উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
প্রধান কার্যালয়
৯, আদাবর, ঢাকা-১২০৭
মোবাইল
০১৭১১-২৪৯৭৭০, ০১৯৫৬-৪৪৬৫২৫
ই-মেইল
deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: October 3, 2023, 7:10 am