দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার বিরুদ্ধে অবস্থান নেয়ায় মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়ন শ্রমিক লীগের আহ্বায়ক ফজলুল কাদেরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বুধবার (১২ জুলাই) উপজেলা শ্রমিক লীগের সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিবৃতিতে বলা হয়েছে, ধলঘাটা ইউনিয়ন শ্রমিক লীগের আহ্বায়ক ফজলুল কাদের দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন ১৭ জুলাই অনুষ্ঠিতব্য ধলঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের বিপক্ষে অবস্থান নিয়েছেন। এমতাবস্থায় সংগঠনের বিধি মোতাবেক সাংগঠনিক সকল কার্যক্রম থেকে ফজলুল কাদেরকে অব্যাহতি পূর্বক সাময়িক বহিষ্কার করা হল। ১২ জুলাই থেকে এই বহিষ্কারাদেশ কার্যকর হবে।
উল্লেখ্য, এর আগে গত সোমবার আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হওয়ায় ধলঘাটার বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য কামরুল হাসান এবং জেলা যুবলীগের সদস্য কামাল উদ্দিনকে বহিষ্কার করে উপজেলা আওয়ামী লীগ।
নৌকা বিরোধিতা করায় ধলঘাটা ইউনিয়ন শ্রমিক লীগের আহ্বায়ক ফজলুল কাদেরকে বহিষ্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার বিরুদ্ধে অবস্থান নেয়ায় মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়ন শ্রমিক লীগের আহ্বায়ক ফজলুল কাদেরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বুধবার (১২ জুলাই) উপজেলা শ্রমিক লীগের সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিবৃতিতে বলা হয়েছে, ধলঘাটা ইউনিয়ন শ্রমিক লীগের আহ্বায়ক ফজলুল কাদের দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন ১৭ জুলাই অনুষ্ঠিতব্য ধলঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের বিপক্ষে অবস্থান নিয়েছেন। এমতাবস্থায় সংগঠনের বিধি মোতাবেক সাংগঠনিক সকল কার্যক্রম থেকে ফজলুল কাদেরকে অব্যাহতি পূর্বক সাময়িক বহিষ্কার করা হল। ১২ জুলাই থেকে এই বহিষ্কারাদেশ কার্যকর হবে।
উল্লেখ্য, এর আগে গত সোমবার আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হওয়ায় ধলঘাটার বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য কামরুল হাসান এবং জেলা যুবলীগের সদস্য কামাল উদ্দিনকে বহিষ্কার করে উপজেলা আওয়ামী লীগ।
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
প্রধান কার্যালয়
৯, আদাবর, ঢাকা-১২০৭
মোবাইল
০১৭১১-২৪৯৭৭০, ০১৯৫৬-৪৪৬৫২৫
ই-মেইল
deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: October 2, 2023, 6:28 pm