কক্সবাজারের কুতুবদিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও মেয়াদোত্তীর্ণ বিভিন্ন মসলা ও রান্নার উপকরণ ব্যবহার করায় দুইটি খাবার হোটেল এবং এক বেকারীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জর্জ মিত্র চাকমা।
জানা গেছে, পচাতেল, চরম নোংরা পরিবেশ, ময়লাযুক্ত মেঝেতে আটা খোলা রাখা, সিগারেটের ছাই যেখানে সেখানে ময়লাসহ এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ঢাকা বেকারীকে ৩০ হাজার টাকা। বড়ঘোপে নিউ মদিনা হোটেলকে ৫ হাজার টাকা ও মা-বাবার দোয়া হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জর্জ মিত্র চাকমা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী উপজেলা বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে দুই রেস্টুরেন্ট এবং এক বেকারীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানান তিনি। এ সময় কুতুবদিয়া থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
কুতুবদিয়ায় দুই খাবার হোটেল ও এক বেকারীকে জরিমানা
কক্সবাজারের কুতুবদিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও মেয়াদোত্তীর্ণ বিভিন্ন মসলা ও রান্নার উপকরণ ব্যবহার করায় দুইটি খাবার হোটেল এবং এক বেকারীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জর্জ মিত্র চাকমা।
জানা গেছে, পচাতেল, চরম নোংরা পরিবেশ, ময়লাযুক্ত মেঝেতে আটা খোলা রাখা, সিগারেটের ছাই যেখানে সেখানে ময়লাসহ এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ঢাকা বেকারীকে ৩০ হাজার টাকা। বড়ঘোপে নিউ মদিনা হোটেলকে ৫ হাজার টাকা ও মা-বাবার দোয়া হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জর্জ মিত্র চাকমা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী উপজেলা বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে দুই রেস্টুরেন্ট এবং এক বেকারীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানান তিনি। এ সময় কুতুবদিয়া থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান |
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
|
প্রিন্টের তারিখ ও সময়: September 20, 2024, 8:54 am