রামুতে পিক-আপ মিনি ট্রাক চালক শ্রমিক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন

  বিশেষ প্রতিনিধি    16-07-2023    327
রামুতে পিক-আপ মিনি ট্রাক চালক শ্রমিক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন

সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণভাবে রামু উপজেলা পিক-আপ মিনি ট্রাক চালক শ্রমিক সমবায় সমিতি লিমিটেড এর নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে সাবেক সাধারণ সম্পাদক মনজুর আলম, সাধারণ সম্পাদক পদে হেলাল উদ্দিন নির্বাচিত হয়েছেন। শুক্রবার, ১৪ জুলাই রামু বাইপাসস্থ সিটি পার্ক কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলায় সংগঠন কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ১২ টি পদের মধ্যে সাধারণ সম্পাদক ও সহ সভাপতি পদে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি, কোষাধ্যক্ষসহ অবশিষ্ট ১০ টি পদে সকলেই বিনা প্রতিদ্বন্ধিতায় জয়লাভ করেছেন। নির্বাচনে ৪৫০ জন ভোটারের মধ্যে ৪০৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সাধারণ সম্পাদক পদে হেলাল উদ্দিন ভূট্টো (গোলাপ ফুল) ৩০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বেদার আলম (আনারস) পেয়েছেন ১০২ ভোট। সহ সভাপতি পদে মো. রফিক (বাই সাইকেল) ২২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রাসেল উদ্দিন (উড়োজাহাজ) পেয়েছেন ১৭৯ ভোট।

এর আগে মনোনয়নপত্র প্রত্যাহার শেষে সভাপতি পদে মনজুর আলম, কোষাধ্যক্ষ পদে আবু তাহের বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন। এছাড়া কার্যকরী সদস্য পদে ৮ জন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। এরা হলেন- ফয়েজ আহমদ, কলিম উল্লাহ, ফরিদুল আলম, আব্দু রাজ্জাক, সালাহ উদ্দিন খোকন, ওসমান গনি, পংকজ বড়ুয়া ও শাহাব উদ্দিন।

নির্বাচন চলাকালে ভোট কেন্দ্র পরিদর্শন করেন- রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল হোসাইন, উপজেলা সমবায় কর্মকর্তা আবুল কালাম। নির্বাচন পরিচালনা করেন- রামু উপজেলা পিক-আপ মিনি ট্রাক চালক শ্রমিক সমবায় সমিতি লিমিটেড নির্বাচন কমিটি-২০২৩ এর সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম, সদস্য কৃষ্ণ কান্তি দাশ ও মোহাম্মদ সাহাব উদ্দিন।

সারাদেশ-এর আরও খবর