পেকুয়ায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক স্কুল ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা

  বিশেষ প্রতিনিধি    16-07-2023    78
পেকুয়ায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক স্কুল ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা

কক্সবাজারের পেকুয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদযোগে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক আন্ত-স্কুল ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে। রোববার (১৬ জুলাই) সকালে পেকুয়া মগনামা উচ্চ বিদ্যালয়ে প্রথম রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে এবছরের রাউন্ড শুরু হয়।

মগনামা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবদুস ছাত্তারের সভাপতিত্বে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি শিক্ষাবিদ এনামুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত বির্তক প্রতিযোগীতায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মগনামা ইউপি চেয়ারম্যান ইউনুছ চৌধুরী।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হোমিও চিকিৎসক উপাধ্যক্ষ আশেক উল্লাহ, উপজেলা সদস্য হোমিও চিকিৎসক মোহাম্মদ জিয়াউল হক শফিকী, মগনামা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবু বক্কর, সাংস্কৃতিককর্মী এফ এম সুমন, সংবাদকর্মী দেলওয়ার হোছাইন, মাষ্টার আমিনুল হকসহ আরো অনেকে।

বক্তরা সবাই দুর্নীতি প্রতিরোধে সকলকে এক হয়ে কাজ করার আহবান জানান এবং শিক্ষার্থীদেরকে দুর্নীতি বিরোধী মনোভাব নিয়ে জীবন গঠনের অনুরোধ জানান।

এসময় রাজাখালী এয়ারআলী খাঁন আর্দশ উচ্চ বিদ্যালয়ের বিতার্কিক দল ও মগনামা উচ্চ বিদ্যালয়ের বিতার্কিক দল নির্ধারিত বিষয়ের উপর যুক্তিতর্ক উপস্থাপন করেন। এতে রাজাখালী এয়ারআলী খান আর্দশ উচ্চ বিদ্যালয় বিতার্কিক জয়লাভ করে। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় এয়ারআলী খান আর্দশ উচ্চ বিদ্যালয়ের দলনেতা ফয়জিয়া হোসেন কনা।

প্রতিযোগীতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন, পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের ইংরেজি বিষয়ক প্রভাষক মোহাম্মদ আলম, একই কলেজের পদার্থ বিভাগের অধ্যাপক সšু‘ষ বিশ্বাস ও অধ্যাপক নিজাম উদ্দীন।

সারাদেশ-এর আরও খবর