সৌদি আরবে অগ্নিকাণ্ডে নয়জন বাংলাদেশি নিহত, রাষ্ট্রদূতের গভীর শোক প্রকাশ

  বিশেষ প্রতিনিধি    17-07-2023    88
সৌদি আরবে অগ্নিকাণ্ডে নয়জন বাংলাদেশি নিহত, রাষ্ট্রদূতের গভীর শোক প্রকাশ

সৌদি আরবের রাজধানী রিয়াদ হতে ৩৫০ কিমি পূর্বে অবস্থিত আল আহসা শহরের হুফুফ ইন্ড্রাস্ট্রিয়াল সিটি এলাকায় একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশি ও ভারতীয় ০১ জনসহ মোট ১০জন নিহত হয়েছেন। এ ঘটনায় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

গত ১৪ জুলাই বিকেল ৪টার দিকে আল-আহসা ইন্ড্রাস্ট্রিয়াল সিটি এলাকায় একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। এতে ০৯ জন অভিবাসী বাংলাদেশি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন ও ০২ জন আহত হয়। দুর্ঘটনা সম্পর্কে অবহিত হওয়ার সাথে সাথে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর নির্দেশে কাউন্সেলর (শ্রম) মুহাম্মাদ রেজায়ে রাব্বী দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে গমন করেন

দূতাবাসের কর্মকর্তাগণ ঘটনাস্থল, হুফুফ কিং ফাহাদ হাসপাতাল মর্গ এবং সিভিল ডিফেন্স কার্যালয় পরিদর্শন করেন ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।

ঘটনাস্থল থেকে জীবিত উদ্ধারকৃত বাংলাদেশি কর্মী বিপ্লব হোসেন ও মো: জুয়েল হোসেন দূতাবাস প্রতিনিধিকে জানান যে, একজন ভারতীয় নাগরিকের পরিচালনাধীন সোফা কারখানাটিতে ১৪ জন বাংলাদেশি কর্মী কাজ করতেন। শুক্রবার জুমার নামায শেষে খাওয়া দাওয়া করে কারখানার উপরের আবাসনে কর্মীরা ঘুমিয়েছিলেন। হঠাৎ নীচ থেকে আগুন আগুন চিৎকার শুনে তারা দুজন দ্রুত সিঁড়ি দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করেন

চারদিকে কালো ধোঁয়ায় অন্ধকারে প্রবেশপথ আচ্ছন্ন হয়ে যায়। তারা অনুমানের উপর নির্ভর করে সুস্থ অবস্থায় বেরিয়ে আসতে পেরেছেন। কিন্তু অন্যান্য সহকর্মীগণ কালো ধোঁয়ায় নি:শ্বাস বন্ধ হয়ে মারা যান। তিন জন কর্মী ঘটনার সময় কারখানার বাইরে থাকায় আক্রান্ত হননি।

অবশিষ্ট ০৯ জন কর্মী ঘটনাস্থলে মৃত্যুবরণ করেছেন। মৃত বাংলাদেশি কর্মীদের বিবরণ নিম্নরূপ:

১) মোঃ রুবেল হোসাইন (পাসপোর্ট নম্বর: BC 0237055) পিতাঃ জফির উদ্দিন, ঠিকানাঃ বারইপাড়া, বাগমারা, বাগমারা, রাজশাহী;

২) মোহাম্মদ উবায়দুল (ইকামা নম্বর: 2384197899), পিতাঃ মোঃ দবির উদ্দিন, ঠিকানাঃ খাজুরা চান্দপুর, জনার্ধন বাটী, নলডাংগা, নাটোর;

৩) রমজান (ইকামা নম্বর: 2472470588), পিতাঃ আইজাক প্রামানীক, ঠিকানাঃ ঝনঝনিয়া, শাহগুলা, আত্রাই, নওগা;

৪) মোহাম্মদ সাজেদুল ইসলাম (পাসপোর্ট নম্বর: AE6326841), পিতাঃ জমির, ঠিকানাঃ বারইপাড়া, বাগমারা, বাগমারা, রাজশাহী;

৫) আরিফ (ইকামা নম্বর: 2535176339), পিতাঃ মোঃ শাহাদাত হোসাইন, ঠিকানাঃ বারইপাড়া, বাগমারা, বাগমারা, রাজশাহী;

৬) বারেক সরদার (ইকামা নম্বর: 2247439850), পিতাঃ রহমান সরদার, ঠিকানাঃ উদয়পুর, ভাংগা জাঙ্গাল, আত্রাই, নওগাঁ;

৭) মোঃ জুবায়েত ঢালী (পাসপোর্ট নম্বর: BW 0673407), পিতাঃ ইউনুস ঢালী, ঠিকানাঃ সস্তান, ফাসিয়াটুলা, কালকিনি, মাদারীপুর;

৮) সাইফুল ইসলাম (ইকামা নম্বর: 2529922326), পিতাঃ মৃত আলাউদ্দীন, ঠিকানাঃ হেমায়েতপুর-বলিয়ারপুর, নগরকুন্দা, সাভার, ঢাকা;

৯) মোঃ ফিরুজ আলী সরদার (পাসপোর্ট নম্বর: EE 0581274), পিতাঃ মোঃ আনিসুর রহমান সরদার, ঠিকানাঃ বড় মাধাইমুরি, কাতিলা, বাগমারা, রাজশাহী।

রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এ মর্মান্তিক দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

তিনি মৃতদের পরিবারের অভিপ্রায় অনুযায়ী মৃতেদেহসমূহ দ্রুত বাংলাদেশে প্রেরণ বা স্থানীয়ভাবে দাফনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য শ্রমকল্যাণ উইংকে নির্দেশ প্রদান করেছেন। এছাড়া আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সার্বিক সহায়তার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রদূত। রিয়াদস্থ শ্রম কল্যাণ উইং বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

সারাদেশ-এর আরও খবর