ঢাকা-১৭ আসনে নৌকার প্রার্থী আরাফাত জয়ী

  বিশেষ প্রতিনিধি    17-07-2023    75
ঢাকা-১৭ আসনে নৌকার প্রার্থী আরাফাত জয়ী

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ১২৪টি কেন্দ্রের মধ্যে সবকটি কেন্দ্রের ফলাফলে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ২৮ হাজার ৮১৬। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একতারা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন আলম পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট।

সোমবার (১৭ জুলাই) এই ফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান।

এই আসনে মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। উপনির্বাচনে মোট ভোট পড়েছে ৩৭ হাজার ৫২০টি। এর মধ্যে বাতিল হয়েছে ৩৮৩ ভোট। অর্থাৎ মোট ভোট পড়েছে ১১.৫১ শতাংশ। ভোটগ্রহণ চলাকালীন অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেন স্বতন্ত্র প্রার্থী মো. তারিকুল ইসলাম।

এর আগে, সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল চারটায়। ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন ভোটাররা।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ৮ জন। তাদের মধ্যে দলীয় প্রার্থী আওয়ামী লীগের মোহম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টি-জাপার সিকদার আনিসুর রহমান, জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. আকবর হোসেন। আর স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে রয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর মো. আশরাফুল আলম (হিরো আলম) ও মো. তারিকুল ইসলাম।

সারাদেশ-এর আরও খবর