দীর্ঘ দিন অবৈধ সম্পর্কের পর অবশেষে ধরা পড়লো কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও যুবলীগ নেতা মোনাফ সিকদার।
বুধবার (১৯ জুলাই) সকালে প্রেমিকার ঘরে জনতার হাতে আটকের পর পুলিশের সহায়তায় কাজী ডেকে দুইজনের বিয়ে পড়িয়ে দেওয়া হয়। ঘটনাটি এখন টক অফ দ্যা ডিস্ট্রিক্ট।
নারীটির পরিবার জানায়, “দীর্ঘদিন ধরে মোনাফ সিকদার আমার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে অবৈধ মেলামেশা করে আসছে। কিন্তু বিয়ে আজ অবধি করেনি।”
ওই নারী বলেন, “মোনাফ আমাকে বিয়ের কথা বলে দীর্ঘ ৮বছর ধরে রীতিমতো আমার সাথে অবৈধ সম্পর্ক গড়ে আসছে। এর মধ্যে মুনাফ অন্য এক মেয়ের সাথে বিয়ের কথা পাকাপোক্ত করেছে। এরপরো আমাকে জোরপূর্বক অপব্যবহার করে আসছে। আমি সমাজে মুখ দেখাতে পারছি না।”
পেশকারপাড়া সমাজ কমিটির সাধারণ সম্পাদক আবু আহমদ বলেন, “মোনাফের দীর্ঘ ৮ বছরের যে সম্পর্ক তা অবৈধ ভাবে হয়ে আসছে। এব্যাপারে আগেও একবার সামাজিকভাবে বিয়ের আশ্বাস দিলেও মুনাফ তা আজ পর্যন্ত করেনি। তাই আজ সমাজ কমিটির সকলে তাকে হাতেনাতে ধরে কাজী ডেকে তার বিয়ের মাধ্যমে অবৈধ সম্পর্কের বৈধতা তৈরি করছি।”
কক্সবাজার মডেল থানা ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন, “মোনাফ এবং সমাজের নেতারা সামাজিকভাবে বিয়ের মাধ্যমে তাদের অবৈধ সম্পর্কের সুরাহা করেন। তাই বিষয়টি সামাজিকভাবে সমাধান করা হয়।”
প্রেমিকের ঘরে ধরা পড়লো যুবলীগ নেতা মুনাফ সিকদার, আটকে রেখে পড়ানো হলো বিয়ে
দীর্ঘ দিন অবৈধ সম্পর্কের পর অবশেষে ধরা পড়লো কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও যুবলীগ নেতা মোনাফ সিকদার।
বুধবার (১৯ জুলাই) সকালে প্রেমিকার ঘরে জনতার হাতে আটকের পর পুলিশের সহায়তায় কাজী ডেকে দুইজনের বিয়ে পড়িয়ে দেওয়া হয়। ঘটনাটি এখন টক অফ দ্যা ডিস্ট্রিক্ট।
নারীটির পরিবার জানায়, “দীর্ঘদিন ধরে মোনাফ সিকদার আমার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে অবৈধ মেলামেশা করে আসছে। কিন্তু বিয়ে আজ অবধি করেনি।”
ওই নারী বলেন, “মোনাফ আমাকে বিয়ের কথা বলে দীর্ঘ ৮বছর ধরে রীতিমতো আমার সাথে অবৈধ সম্পর্ক গড়ে আসছে। এর মধ্যে মুনাফ অন্য এক মেয়ের সাথে বিয়ের কথা পাকাপোক্ত করেছে। এরপরো আমাকে জোরপূর্বক অপব্যবহার করে আসছে। আমি সমাজে মুখ দেখাতে পারছি না।”
পেশকারপাড়া সমাজ কমিটির সাধারণ সম্পাদক আবু আহমদ বলেন, “মোনাফের দীর্ঘ ৮ বছরের যে সম্পর্ক তা অবৈধ ভাবে হয়ে আসছে। এব্যাপারে আগেও একবার সামাজিকভাবে বিয়ের আশ্বাস দিলেও মুনাফ তা আজ পর্যন্ত করেনি। তাই আজ সমাজ কমিটির সকলে তাকে হাতেনাতে ধরে কাজী ডেকে তার বিয়ের মাধ্যমে অবৈধ সম্পর্কের বৈধতা তৈরি করছি।”
কক্সবাজার মডেল থানা ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন, “মোনাফ এবং সমাজের নেতারা সামাজিকভাবে বিয়ের মাধ্যমে তাদের অবৈধ সম্পর্কের সুরাহা করেন। তাই বিষয়টি সামাজিকভাবে সমাধান করা হয়।”
সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান |
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
|
প্রিন্টের তারিখ ও সময়: October 9, 2024, 4:03 pm