কক্সবাজারে ‘আরসার সামরিক কমান্ডার গ্রেপ্তার,পাহাড়ে র‍্যাবের অভিযান

  বিশেষ প্রতিনিধি    22-07-2023    188
কক্সবাজারে ‘আরসার সামরিক কমান্ডার গ্রেপ্তার,পাহাড়ে র‍্যাবের অভিযান

টেকনাফের বাহারছড়া পাহাড়ে অভিযান চালিয়ে সন্ত্রাসী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) শীর্ষ সামরিক কমান্ডার হাফেজ নূর মোহাম্মদকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা

শুক্রবার (২১ জুলাই) রাত ১০টার দিকে টেকনাফ বাহারছড়া শামলাপুর পাহাড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‍্যাব -১৫ অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুস সালাম চৌধুরী।

তিনি জানান, গ্রেপ্তার নুর মোহাম্মদ মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরসা’র শীর্ষ কমান্ডার। হত্যা, অপহরণ ও আধিপত্য বিস্তারসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির দেয়া তথ্যের ভিত্তিতে আরসা’র বাকি সদস্যদের ধরতে শামলাপুর-বাহারছড়ার গহীন পাহাড়ি এলাকায় র‍্যাবের অভিযান চলছে।

উল্লেখ্য, গত ৭ জুলাই কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও আরাকান সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) মধ্যে গোলাগুলির ঘটনায় ৫জন নিহত হন। ওইদিন ভোরে উখিয়ার ৮ ডব্লিউ ক্যাম্পে এই গোলাগুলির ঘটনা ঘটে।

সারাদেশ-এর আরও খবর