নুরের সঙ্গে কেএনএফের যোগাযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে : র‍্যাব

  বিশেষ প্রতিনিধি    24-07-2023    106
নুরের সঙ্গে কেএনএফের যোগাযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে : র‍্যাব

গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের সঙ্গে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) যোগাযোগের বিষয়টা খতিয়ে দেখছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (২৪ জুলাই) র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

নুরের বিষয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে আমরা দেখেছি যেখানে কেএনএফ এর ভেরিফাইড পেজ থেকে সংশ্লিষ্ট ব্যক্তির সম্পর্কে বক্তব্য উপস্থাপন করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও আমরা কেএনএফ এর সঙ্গে তার যোগাযোগের বিভিন্ন আলামত পেয়েছি।’

তিনি বলেন, ‘কেএনএফ এর সঙ্গে নুরের যোগাযোগ রয়েছে কীনা- সেটা নিয়ে গভীর তদন্ত চলছে। কেএনএফের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা পাইলে তখন কিছু বলা যাবে। আমাদের গোয়েন্দা সংস্থারা এ ব্যাপারে কাজ করছে।

সারাদেশ-এর আরও খবর