উখিয়ায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পালং আদর্শ উচ্চ বিদ্যালয়

  বিশেষ প্রতিনিধি    25-07-2023    150
উখিয়ায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পালং আদর্শ উচ্চ বিদ্যালয়

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সার্বিক সহযোগিতায় ও উখিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র উদ্যোগে দিনব্যাপী দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বির্তক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। চ্যাম্পিয়ন পালং আদর্শ উচ্চ বিদ্যালয়।

সোমবার (২৩ জুলাই) উখিয়ার মরিচ্যা বাজার মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গণে দুর্নীতি দমন কমিশন কক্সবাজার-এর উপ-পরিচালক মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে এবং দুর্নীতি দমন কমিশনের কক্সবাজারস্হ পিপি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট মো: আবদুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), সালেহ আহমেদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুদক কক্সবাজার-এর সহকারী উপ-পরিচালক আকিব রায়হান, দুদক কক্সবাজার-এর উপ সহকারী পরিচালক পার্থ চন্দ্র পাল, উখিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বদরুল আলম, উখিয়া প্রেস ক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লূৎফুর রহমান মানিক ও বালুখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবুজ সেন।

এতে বিষয়ভিত্তিক আরো বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি ও উখিয়া প্রেস ক্লাবের সাবেক সহ সভাপতি দীপন বিশ্বাস, রুমখাঁ পালং উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নুরুল আমিন, কুতুপালং উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রীতা বালা দে, পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ ইদ্রিস, পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা খুরশিদা বেগম, মুক্তিযোদ্ধা স্মৃতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলন বড়ুয়া, মুক্তিযোদ্ধা স্মৃতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জামাল উদ্দিন, মুক্তিযোদ্ধা স্মৃতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবদুল মাজেদ প্রমুখ।

বির্তক প্রতিযোগিতায় ৪ টি স্কুল সরাসরি অংশ গ্রহণ করেন। অংশ গ্রহণকারী স্কুল সমূহ হলো কুতুপালং উচ্চ বিদ্যালয়, উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়, ভালুকিয়া উচ্চ বিদ্যালয় ও পালং আদর্শ উচ্চ বিদ্যালয়।

১ম রাউন্ডে “দুর্নীতিবিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মুখ্য” বিষয় নিয়ে বির্তক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন প্রতিযোগিতার বিষয়-এর পক্ষ দল হিসাবে কুতুপালং উচ্চ বিদ্যালয়-এর ছাত্রী প্রজ্ঞা লাবনী বড়ুয়া (৯ম শ্রেণি), নিষ্পা বড়ুয়া (৯ম শ্রেণি) অদিতি বড়ুয়া অর্পা ( ১০ম শ্রেণি) ও প্রতিযোগিতার বিষয়-এর বিপক্ষের দল হিসাবে উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়-এর ছাত্রী আফসানা আফরিন স্বপ্না (১০ম শ্রেণি), জিনাত দেরিন জাইমা (১০ম শ্রেণি), তাহসিনা আলম রুদবা (১০ম শ্রেণি)।

২য় রাউন্ডে ” অভাব নয়, কেবলমাত্র সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ” প্রতিযোগিতার বিষয় নিয়ে বির্তক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন বিষয়-এর পক্ষ দল হিসাবে ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ের ছাত্র সাকিবুল হাসান (১০ ম শ্রেণি), সায়মা শিরিন (১০ম শ্রেণি) সানজানা মেহনাজ সাবা (১০ম শ্রেণি) ও প্রতিযোগিতার বিষয়-এর বিপক্ষের দল হিসাবে পালং আদর্শ উচ্চ বিদ্যালয় ছাত্রী মালিহা মেহনাজ ঐশি (৯ম শ্রেণি), আযফার আলতা শিকা (৯ম শ্রেণি), উম্মে হাবিবা (১০ম শ্রেণি)।

১ ম রাউন্ডে বিজয় দল কুতুপালং উচ্চ বিদ্যালয় ও ২ য় রাউন্ডে বিজয় দল পালং আদর্শ উচ্চ বিদ্যালয় চূড়ান্ত প্রতিযোগিতা / ফাইনাল প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।

ফাইনাল প্রতিযোগিতার বিষয়বস্তু ছিলো “যে কোন রাষ্ট্রের উন্নয়নের পথে দুর্নীতিই প্রধান অন্তরায়” এতে প্রতিযোগিতার বিষয়-এর বিপক্ষে দল পালং আদর্শ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। বিষয়-এর পক্ষের কুতুপালং উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়।

অনুষ্ঠানের অংশগ্রহণকারী প্রতিটি স্কুলের অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী এবং প্রতিযোগিতায় বিজয় ও বিজিতদের সনদ, ক্রেস্ট তুলে দেওয়া হয়।

সারাদেশ-এর আরও খবর