রামুতে ছোট ভাইয়ের পা বিচ্ছিন্নকারী আসামী মোস্তাককে গ্রেফতার করেছে র‌্যাব-১৫

  বিশেষ প্রতিনিধি    25-07-2023    136
রামুতে ছোট ভাইয়ের পা বিচ্ছিন্নকারী আসামী মোস্তাককে গ্রেফতার করেছে র‌্যাব-১৫

কক্সবাজারের রামুতে রাম দা দিয়ে কুপিয়ে আপন ছোট ভাইয়ের পা বিচ্ছিন্নকারী, হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত এবং একাধিক মামলার এজাহারভূক্ত আসামী মোস্তাককে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

২৪ জুলাই রাত সাড়ে ১১টায় ঈদগাঁওর পিএমখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আসামী মোস্তাক আহমদ (৪৩)রামুর খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ারদীঘির মৃত মোঃ শফির পুত্র।

জানা যায়, গত ২৪ জুন রামু থানাধীন খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ারদীঘি এলাকায় পৈত্রিক সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে দীর্ঘদিন বিরোধের জেরে ধৃত আসামী মোস্তাক আহমদ তার আপন ছোট ভাই আমানুল্লাহ আনোয়ারের বাম পায়ের হাঁটুর জয়েন্টে রাম দা দিয়ে সজোরে কোপ দেয় ফলে হাটুর অর্ধাংশ বিচ্ছিন্ন হয়ে যায়।

ঘটনা সূত্রে জানা যায়, ঘটনার দিন ভিকটিম স্থানীয় মসজিদ থেকে নামাজ শেষে বাড়ি ফেরার পথে ধৃত মোস্তাক আহমদ অন্যান্য আসামীদের সহ তার ছোট ভাইয়ের মোটর সাইকেল গতিরোধ করে ঘটনাটি সংঘঠিত করে।

পরবর্তীতে বিচ্ছিন্ন হাটুর অর্ধাংশ আর জোড়া লাগানো সম্ভব হয়নি। ফলে ভিকটিম বর্তমানে পুঙ্গুত্ব জীবন-যাপন করতেছে।

উক্ত ঘটনার প্রেক্ষিতে র‌্যাব-১৫, কক্সবাজার ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধিসহ চিরুনি অভিযান পরিচালনা শুরু করে।

এরই ধারাবাহিকতায় ২৪ জুলাই রবিবার রাত সাড়ে ১১টায় র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল ঈদগাঁওর পিএমখালী এলাকায় অভিযান পরিচালনা করে মোস্তাক আহমদকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়,জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

ধৃত আসামীর বিরুদ্ধে কক্সবাজারের রামু থানায় হত্যা ও ডাকাতির প্রস্তুতিসহ ৪টির অধিক মামলা রয়েছে বলে জানা যায়।

গ্রেফতারকৃত আসামী মোস্তাক আহমদকে পূর্বের মামলা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

সারাদেশ-এর আরও খবর