মহেশখালীতে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক রোগীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

  বিশেষ প্রতিনিধি    26-07-2023    128
মহেশখালীতে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক রোগীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

মহেশখালীতে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির অনুদানের চেক বিতরণ

২৫ জুলাই, মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদ্‌রোগ এবং থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে জনপ্রতি ৫০ হাজার টাকা অনুদানের চেক বিতরণ করেন।

এতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াছিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার-২ মহেশখালী- কুতুবদিয়া নির্বাচনী এলাকার সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক- এমপি।

.মহেশখালীতে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক রোগীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

প্রধান অতিথির বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তহবিল থেকে বিভিন্নভাবে মানুষকে সহায়তা করছি। দুইদিক থেকে আমাদের রোগীদেরকে সহায়তা করে আসছি এবং আমাদের এই সহায়তা বহুদিন ধরে চলে আসছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২২-২৩ সালে অর্থবছরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে এ ধরনের রোগে আক্রান্ত রোগীদের জন্য এই কর্মসূচি শুরু করেছেন এবং সমাজসেবা পরিচালিত এ কর্মসূচির আওতায় উপজেলায় এমনি করে আমাদের সাহায্যের সহযোগিতা সাধ্যমতো করছি। একটা উন্নয়নশীল দেশে আমাদের সাধ্যমতা সহযোগিতা দিয়ে আসছি। আশা করছি এতে করে মানুষের দুঃখ কষ্টের কিছুটা লাঘব হচ্ছে।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার দিদারুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন.. বীর মুক্তিযোদ্ধা ছালেহ আহমদ, উপজেলা মৎস্য অধিদপ্তরের মেরিন ফিসারিস অফিসার মোহাম্মদ আলাউদ্দীন, মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ, সমাজসেবা অধিদপ্তরের রেজাউল করিম’সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী বৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ এবং ভুক্তভোগী সকল পেশার জনগণ।

উল্লেখ্য- ৩৬ টি চেকের মধ্যে থেকে ১৭ টি চেক বিতরণ সম্পন্ন হয়েছে আজ, চিকিৎসার জন্য এলাকার বাইরে অবস্থান এবং নমিনি সংক্রান্ত জটিলতার কারণে ১৯ টি চেক পরবর্তীতে যথাযথ প্রক্রিয়ায় বিতরণ করা হবে।

সারাদেশ-এর আরও খবর