লায়ন্স ক্লাব অফ কক্সবাজার ফ্রিডমের ফেলোশিপ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
২৫ জুলাই স্থানীয় হোটেলের একটি কনফারেন্স রুমে ফেলোশিপ প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন ডিস্ট্রিক্ট ৩১৫/এ১- বাংলাদেশ এর সম্মানিত ফাস্ট ডিস্ট্রিক্ট গর্ভণর লায়ন ইঞ্জিনিয়ার সেলিম মিয়া পিএমজেএফ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহার সহধর্মনী লায়ন শারমিন সেলিম তুলি-রেজিয়ন চেয়ারপার্সন, হেড কোয়ার্টার, লায়ন ডিস্ট্রিক্ট ৩১৫/এ১। সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অফ ফ্রিডম কক্সবাজারের প্রেসিডেন্ট লায়ন এডভোকেট একরামুল হুদা।
ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ক্লাব ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন মিজানুল করিম, সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন শামসুদ্দিন ফারুকী। ফেলোশিপ প্রোগ্রামটি পরিচালনা করেন সম্মানিত ক্লাব সেক্রেটারি লায়ন অধ্যক্ষ মোহাম্মদ দিদারুল্লাহ।
আরো বক্তব্য রাখেন, ক্লাবের উপদেষ্টা লায়ন বাবুল বড়ুয়া, ক্লাব ডিরেক্টর লায়ন শিউলি শর্মা, ক্লাব ডিরেক্টর লায়ন ছৈয়দ নুর জাহাঙ্গীর, ক্লাব ডিরেক্টর জসিম উদ্দিন, ক্লাব চাটার্ড মেম্বার লায়ন জয়নাল আবেদীন, ক্লাব চাটার্ড মেম্বার লায়ন মহিউদ্দিন, ক্লাব চাটার্ড মেম্বার লায়ন শাকের আহমেদ, ক্লাব চার্টাড মেম্বার লায়ন শফিকুল ইসলাম, ক্লাব চার্টাড মেম্বার লায়ন আলিফা কাশেম প্রমূখ।
উক্ত ফেলোশিপ প্রোগ্রামে ক্লাবের সার্বিক উন্নয়ন – অগ্রগতি, সদস্যদের ট্রেনিং প্রদান এবং তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য বৃদ্ধির জন্যে বিধি কর্মসূচীর পরামর্শসহ গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
লায়ন্স ক্লাব অফ কক্সবাজার ফ্রিডমের ফেলোশিপ প্রোগ্রাম অনুষ্ঠিত
লায়ন্স ক্লাব অফ কক্সবাজার ফ্রিডমের ফেলোশিপ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
২৫ জুলাই স্থানীয় হোটেলের একটি কনফারেন্স রুমে ফেলোশিপ প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন ডিস্ট্রিক্ট ৩১৫/এ১- বাংলাদেশ এর সম্মানিত ফাস্ট ডিস্ট্রিক্ট গর্ভণর লায়ন ইঞ্জিনিয়ার সেলিম মিয়া পিএমজেএফ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহার সহধর্মনী লায়ন শারমিন সেলিম তুলি-রেজিয়ন চেয়ারপার্সন, হেড কোয়ার্টার, লায়ন ডিস্ট্রিক্ট ৩১৫/এ১। সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অফ ফ্রিডম কক্সবাজারের প্রেসিডেন্ট লায়ন এডভোকেট একরামুল হুদা।
ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ক্লাব ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন মিজানুল করিম, সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন শামসুদ্দিন ফারুকী। ফেলোশিপ প্রোগ্রামটি পরিচালনা করেন সম্মানিত ক্লাব সেক্রেটারি লায়ন অধ্যক্ষ মোহাম্মদ দিদারুল্লাহ।
আরো বক্তব্য রাখেন, ক্লাবের উপদেষ্টা লায়ন বাবুল বড়ুয়া, ক্লাব ডিরেক্টর লায়ন শিউলি শর্মা, ক্লাব ডিরেক্টর লায়ন ছৈয়দ নুর জাহাঙ্গীর, ক্লাব ডিরেক্টর জসিম উদ্দিন, ক্লাব চাটার্ড মেম্বার লায়ন জয়নাল আবেদীন, ক্লাব চাটার্ড মেম্বার লায়ন মহিউদ্দিন, ক্লাব চাটার্ড মেম্বার লায়ন শাকের আহমেদ, ক্লাব চার্টাড মেম্বার লায়ন শফিকুল ইসলাম, ক্লাব চার্টাড মেম্বার লায়ন আলিফা কাশেম প্রমূখ।
উক্ত ফেলোশিপ প্রোগ্রামে ক্লাবের সার্বিক উন্নয়ন – অগ্রগতি, সদস্যদের ট্রেনিং প্রদান এবং তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য বৃদ্ধির জন্যে বিধি কর্মসূচীর পরামর্শসহ গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান |
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
|
প্রিন্টের তারিখ ও সময়: September 16, 2024, 5:52 am