টেকনাফে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, আটক-১

  বিশেষ প্রতিনিধি    29-07-2023    107
টেকনাফে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, আটক-১

টেকনাফের শীলখালি চেকপোস্টে ১০ হাজার পিস ইয়াবাসহ একটি প্রাইভেটকার এবং একটি মোবাইল ফোন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটককৃত চালক হচ্ছেন, সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড নাজির পাড়ার মো. রশিদের ছেলে মোঃ সাদ্দাম হোসেন (২৮)।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার (২৯ জুলাই) সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর দায়িত্বপূর্ণ মেরিন ড্রাইভ অথবা টেকনাফ-কক্সবাজার মহাসড়ক দিয়ে যানবাহনযোগে মাদকদ্রব্য পাচার হতে পারে। এমন সংবাদের ভিত্তিতে দমদমিয়া, হোয়াইক্যং, খুরেরমুখ এবং শীলখালী চেকপোস্টে যানবাহন তল্লাশি কার্যক্রমে নজরদারি বাড়ানো হয়।

কিছুক্ষণ পর কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্টের নিকট আসলে চালকের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় কর্তব্যরত সৈনিক দ্বারা পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ করা হয়।

পরবর্তীতে চালকের স্বীকারোক্তিতে চালকের সিটের ডান পার্শ্বে বডির ভিতরে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট করেছে। এছাড়া আটককৃত আসামির কাছ থেকে একটি মোবাইল ফোন সহ প্রাইভেটকারটিও জব্দ করেছে বিজিবি।

উল্লেখ্য, উক্ত আসামিকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ সড়কপথ ব্যবহার করে টেকনাফ থেকে কক্সবাজারে ইয়াবা ট্যাবলেট পাচার করে আসছে।

তিনি আরো জানান, আটককৃত আসামিকে জব্দকৃত ইয়াবা, মোবাইল ফোন এবং প্রাইভেটকারসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সারাদেশ-এর আরও খবর