টেকনাফের শামলাপুর সৈকতে ভেসে এলো অর্ধগলিত মরদেহ

  বিশেষ প্রতিনিধি    30-07-2023    138
টেকনাফের শামলাপুর সৈকতে ভেসে এলো অর্ধগলিত মরদেহ

টেকনাফ শামলাপুর সৈকত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা শামলাপুর ইউনিয়নের শীলখালি থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।

তবে মরদেহটি অর্ধগলিত হাওয়ায় তার পরিচয় শনাক্ত করা যায়নি। ১৮-২০ বছর বয়সী হতে পাবে বলে ধারণা করছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জোবাইর সৈয়দ।

তিনি স্থানীয়দের বরাত দিয়ে বলেন, রাতে জোয়ারে মরদেহটি ভেসে এসেছে। এরপর স্থানীয় জেলেরা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে আমাদের একটি টিম গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহের পরনে একটি কালো প্যান্ট ছিল।

তিনি আরও বলেন, মৃত ব্যক্তির শরীরে পচন ধরায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সারাদেশ-এর আরও খবর