উখিয়ায় আওয়ামী লীগের বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

  বিশেষ প্রতিনিধি    31-07-2023    111
উখিয়ায় আওয়ামী লীগের বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

বিএনপির অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি ও সহিংস ঘঠণার প্রতিবাদে সারাদেশে ডাকা আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারের উখিয়া উপজেলা আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে।

রবিবার (৩০ জুলাই) বিকাল ৩ টায় বিক্ষোভ মিছিলটি উখিয়া শহরের আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল হুদার সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন-কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান,উখিয়া-টেকনাফের সাবেক এমপি আব্দুর রহমান বদি,জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এড. রণজিৎ দাশ সহ উপজেলার নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীসহ বিভিন্ন সহযোগী অঙ্গ সংঘঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সারাদেশ-এর আরও খবর