চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ড হালকাকারা মুসলিম উদ্দিন নামের এক কৃষকের ২৫শতক জমির উপর রোপণ করা মুলা ক্ষেতে মেয়াদ উক্তির্ণ কীটনাশক দিয়ে নষ্ট করার অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষক ।
ক্ষতিগ্রস্ত কৃষক জানান, চকরিয়া পৌর সদরের ছিদ্দিক মার্কেটে অবস্থিত সরওয়ার কামাল এন্ড সন্স নামের কীটনাশকের ডিলার থেকে সাপ্তাখানিক পূর্বে ক্ষেতে মারার জন্য কীটনাশক ক্রয় করে ক্ষেতে ব্যবহার করলে সবজি ক্ষেত লাল ও নষ্ট হয়ে যায়। পরে কৃষি অফিসারকে অবগত করলে ৩০শে জুলাই সকালে এসে দেখেন কীটনাশকের মেয়াদউক্তির্ণ হয়েছে ।
অসহায় কৃষক মুসলিম উদ্দিনের প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানান। ধার-কর্জ করে চাষ করে এখন সর্বস্ত হারিয়েছি । আমি প্রশাসনের কাছে সুস্থ বিচার কামনা করছি । ক্ষতিগ্রস্ত কৃষক আরো বলেন, আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দেবো।
ক্ষতির সম্মুখীন ক্ষেত পরিদর্শনে আসেন চকরিয়া উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ তৌহিদুল ইসলাম, তিনি ডিলারের ব্যাপারে আইনানোগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
চকরিয়ায় মেয়াদউক্তীর্ণ কীটনাশক দিয়ে সবজি ক্ষেত নষ্ট করার অভিযোগ
চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ড হালকাকারা মুসলিম উদ্দিন নামের এক কৃষকের ২৫শতক জমির উপর রোপণ করা মুলা ক্ষেতে মেয়াদ উক্তির্ণ কীটনাশক দিয়ে নষ্ট করার অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষক ।
ক্ষতিগ্রস্ত কৃষক জানান, চকরিয়া পৌর সদরের ছিদ্দিক মার্কেটে অবস্থিত সরওয়ার কামাল এন্ড সন্স নামের কীটনাশকের ডিলার থেকে সাপ্তাখানিক পূর্বে ক্ষেতে মারার জন্য কীটনাশক ক্রয় করে ক্ষেতে ব্যবহার করলে সবজি ক্ষেত লাল ও নষ্ট হয়ে যায়। পরে কৃষি অফিসারকে অবগত করলে ৩০শে জুলাই সকালে এসে দেখেন কীটনাশকের মেয়াদউক্তির্ণ হয়েছে ।
অসহায় কৃষক মুসলিম উদ্দিনের প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানান। ধার-কর্জ করে চাষ করে এখন সর্বস্ত হারিয়েছি । আমি প্রশাসনের কাছে সুস্থ বিচার কামনা করছি । ক্ষতিগ্রস্ত কৃষক আরো বলেন, আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দেবো।
ক্ষতির সম্মুখীন ক্ষেত পরিদর্শনে আসেন চকরিয়া উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ তৌহিদুল ইসলাম, তিনি ডিলারের ব্যাপারে আইনানোগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
প্রধান কার্যালয়
৯, আদাবর, ঢাকা-১২০৭
মোবাইল
০১৭১১-২৪৯৭৭০, ০১৯৫৬-৪৪৬৫২৫
ই-মেইল
deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: October 3, 2023, 7:47 am