পেকুয়ায় বজ্রপাতে এক লবণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ (৩১ জুলাই) দুপুরে পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মধ্যম উজানটিয়া সাহাবখালী খালে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম মোহাম্মদ জুনাইদ প্রকাশ ভূট্টো (২২)।
তিনি একই এলাকার বাদশার ছেলে।
নিহত জুনাইদকে দেখে এসে উজানটিয়া ইউপি চেয়ারম্যান তোফাজ্জল করিম জানান, জুনাইদ সকাল থেকে একটি ছোট নৌকায় করে লবণ মাঠ থেকে লবণ পরিবহণ করে একটি বড় বোটে তুলে দেওয়ার কাজ করছিল। দুপুরে সে বড় বোটে লবণ তুলে দিয়ে খালি নৌকা নিয়ে বাড়িতে চলে আসার সময় হঠাৎ বজ্রপাত হলে নৌকার মধ্যেই সে মারা যায়।
পরে নৌকা থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জুনাইদের স্বজনরা জানান, নববিবাহিতা জুনাইদ ২ মাস আগে সন্তানের বাবা হন।
পেকুয়ায় বজ্রপাতে লবণ শ্রমিকের মৃত্যু
পেকুয়ায় বজ্রপাতে এক লবণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ (৩১ জুলাই) দুপুরে পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মধ্যম উজানটিয়া সাহাবখালী খালে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম মোহাম্মদ জুনাইদ প্রকাশ ভূট্টো (২২)।
তিনি একই এলাকার বাদশার ছেলে।
নিহত জুনাইদকে দেখে এসে উজানটিয়া ইউপি চেয়ারম্যান তোফাজ্জল করিম জানান, জুনাইদ সকাল থেকে একটি ছোট নৌকায় করে লবণ মাঠ থেকে লবণ পরিবহণ করে একটি বড় বোটে তুলে দেওয়ার কাজ করছিল। দুপুরে সে বড় বোটে লবণ তুলে দিয়ে খালি নৌকা নিয়ে বাড়িতে চলে আসার সময় হঠাৎ বজ্রপাত হলে নৌকার মধ্যেই সে মারা যায়।
পরে নৌকা থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জুনাইদের স্বজনরা জানান, নববিবাহিতা জুনাইদ ২ মাস আগে সন্তানের বাবা হন।
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
প্রধান কার্যালয়
৯, আদাবর, ঢাকা-১২০৭
মোবাইল
০১৭১১-২৪৯৭৭০, ০১৯৫৬-৪৪৬৫২৫
ই-মেইল
deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: September 25, 2023, 1:31 pm