বাঁশখালীতে ইয়াবা নিয়ে উখিয়ার আবদুল্লাহসহ গ্রেপ্তার ৫

  বিশেষ প্রতিনিধি    02-08-2023    135
বাঁশখালীতে ইয়াবা নিয়ে উখিয়ার আবদুল্লাহসহ গ্রেপ্তার ৫

বাঁশখালী থানা পুলিশের অভিযানে ১৫ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়। গত সোমবার রাতে থানার এসআই মো. রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। ইয়াবাসহ গ্রেপ্তারকৃতরা হলেন কুষ্টিয়া সদরের হরিপুর মালিথা বাড়ি এলাকার মৃত আবুল মালিথার পুত্র মো. আলীম হোসেন (৩৫), টেকনাফের হোয়াইক্যং ইউপির ডেইংগাকাটা এলাকার মৃত আবদুর রশিদের পুত্র মোহাম্মদ আলী (৪৩), হ্নীলা ইউপির দক্ষিন রুগারঘোনা এলাকার মৃত জাকির আহম্মদের পুত্র সিকদার মিয়া (৩০), হোয়াইক্যং, উখিয়ার বালুখালী, ২নং ওয়ার্ড এলাকার নুরুল ইসলামের পুত্র মো. আব্দুল্লাহ (২৩), আনোয়ারারর রায়পুর ইউপির দক্ষিন সারাঙ্গা সেন্নাত মাঝির বাড়ি এলাকার আব্দুর রহমানের পুত্র মো. কাশেম (২৮)। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। থানার অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দিন বলেন, সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ১৫ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ৫ জনকে গ্রেপ্তার করে। তাদের আদালতে সোর্পদ করা হবে বলে তিনি জানান

সারাদেশ-এর আরও খবর